দুর্দান্ত সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে সেঞ্চুরির হিসেবে মুম্বইয়ে সচিনের ঘরের মাঠে তাঁর সামনেই এই রেকর্ড গড়ে ফেললেন কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ টা সেঞ্চুরি করে ফেললেন কিং কোহলি। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়ে ফেললেন তিনি। আর বিরাটের এই রেকর্ডে প্রশংসা করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। শুধু এই রেকর্ড নয়, বিশ্বকাপে রান সংখ্যার নিরিখেও সচিনকে টপকে গিয়েছেন বিরাট। এবারের বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে এসেছে ৬৭২ রান। এর আগে সচিনের ছিল এই রেকর্ড। বিশ্বকাপে এর আগে এক বিশ্বকাপে ৬৭২ রান করেছিলেন সচিন