Advertisement
খেলা

Kolkata Derby: মোহনবাগানের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র ইস্টবেঙ্গলের, ইয়ুথ ডার্বিও নিষ্ফলা

AIFF ইয়ুথ লিগের ডার্বি শেষ হল ১-১ গোলে। মোহনবাগান মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। পরে সমতা ফেরায় মোহনবাগান সুপার জায়েন্ট।
  • 1/8

AIFF ইয়ুথ লিগের ডার্বি শেষ হল ১-১ গোলে। মোহনবাগান মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। পরে সমতা ফেরায় মোহনবাগান সুপার জায়েন্ট।

এক সপ্তাহ আগেও এই ডার্বি 0-0 গোলে শেষ হয়। আর সোমবার গোল হলেও, ফল হল না। হতাশ ক্রীড়াপ্রেমীরা।
  • 2/8

এক সপ্তাহ আগেও এই ডার্বি 0-0 গোলে শেষ হয়। আর সোমবার গোল হলেও, ফল হল না। হতাশ ক্রীড়াপ্রেমীরা। 

এদিন শুরু থেকে আক্রমণে ঝড় তুলেছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে অন্তত ৩টে সহজ সুযোগ নষ্ট করেন লাল-হলুদের ছোটরা। তবে সেখান থেকে গোল আসেনি।
  • 3/8

এদিন শুরু থেকে আক্রমণে ঝড় তুলেছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে অন্তত ৩টে সহজ সুযোগ নষ্ট করেন লাল-হলুদের ছোটরা। তবে সেখান থেকে গোল আসেনি।

Advertisement
তবে পেনাল্টি থেকে প্রথমার্ধে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। একেবারে শেষ লগ্নে প্রীতম গাইনের করা গোলে এগিয়ে গিয়েছিল লাল-হলুদ।
  • 4/8

তবে পেনাল্টি থেকে প্রথমার্ধে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। একেবারে শেষ লগ্নে প্রীতম গাইনের করা গোলে এগিয়ে গিয়েছিল লাল-হলুদ।

৫৮ মিনিটে প্রেম হাসডাক মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে সেই গোল শোধ করেন।
  • 5/8

৫৮ মিনিটে প্রেম হাসডাক মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে সেই গোল শোধ করেন।

এরপর আর গোল আসেনি। খেলার মানও যে খুব ভাল ছিল তা বলা যাবে না। ফলে সব মিলিয়ে বেশ হতাশ ফ্যানরা।
  • 6/8

এরপর আর গোল আসেনি। খেলার মানও যে খুব ভাল ছিল তা বলা যাবে না। ফলে সব মিলিয়ে বেশ হতাশ ফ্যানরা।

মাঝেমধ্যে দুই দলই আক্রমণে উঠে এলেও, গোলমুখ খোলার মত কোনও পরিস্থিতি তৈরি করতে পারেনি কোনও দলই।
  • 7/8

মাঝেমধ্যে দুই দলই আক্রমণে উঠে এলেও, গোলমুখ খোলার মত কোনও পরিস্থিতি তৈরি করতে পারেনি কোনও দলই।

Advertisement
ফলে মাঝমাঠ দখলের লড়াইয়েই সীমাবদ্ধ থাকে ম্যাচ। সিনিয়র দলের পাশাপাশি ইস্টবেঙ্গলের জুনিয়র দলও ক্রমশ ধারাবাহিকতা ব্জায় রেখে খেলে যাওয়ায় খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা।
  • 8/8

ফলে মাঝমাঠ দখলের লড়াইয়েই সীমাবদ্ধ থাকে ম্যাচ। সিনিয়র দলের পাশাপাশি ইস্টবেঙ্গলের জুনিয়র দলও ক্রমশ ধারাবাহিকতা ব্জায় রেখে খেলে যাওয়ায় খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা।

Advertisement