Advertisement
খেলা

East Bengal: বিদেশে আবারও ইতিহাস ইস্টবেঙ্গলের মেয়েদের, ড্র করে AFC কাপের মূল পর্বে লাল-হলুদ

এএফসি কাপের উইমেন্স চ্যাম্পিয়ন্স পরের রাউন্ডে চলে গেল ইস্টবেঙ্গল।
  • 1/10

এএফসি কাপের উইমেন্স চ্যাম্পিয়ন্স পরের রাউন্ডে চলে গেল ইস্টবেঙ্গল।

থাইল্যান্ডের কিটচি এসসি-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা পরিস্কার করে ফেললেন এলাংবাম পান্থোইরা।
  • 2/10

থাইল্যান্ডের কিটচি এসসি-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা পরিস্কার করে ফেললেন এলাংবাম পান্থোইরা।

ম্যাচের ৯ মিনিটে দারুণ গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন সঙ্গীতা বাসফোর। ফাজিলা ইকওয়াপুটের অ্যাসিস্টে সঙ্গীতা গোল করে যান।
  • 3/10

ম্যাচের ৯ মিনিটে দারুণ গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন সঙ্গীতা বাসফোর। ফাজিলা ইকওয়াপুটের অ্যাসিস্টে সঙ্গীতা গোল করে যান।

Advertisement
গোল করার পর ডিফেন্স আরও শক্তিশালী করে ইস্টবেঙ্গলের মেয়েরা। যদিও এর মধ্যে বেশ কয়েকবার গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে সেখান থেকে গোল আসেনি।
  • 4/10

গোল করার পর ডিফেন্স আরও শক্তিশালী করে ইস্টবেঙ্গলের মেয়েরা। যদিও এর মধ্যে বেশ কয়েকবার গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে সেখান থেকে গোল আসেনি।

গোল করার পর ডিফেন্স আরও শক্তিশালী করে ইস্টবেঙ্গলের মেয়েরা। যদিও এর মধ্যে বেশ কয়েকবার গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে সেখান থেকে গোল আসেনি।
  • 5/10

গোল করার পর ডিফেন্স আরও শক্তিশালী করে ইস্টবেঙ্গলের মেয়েরা। যদিও এর মধ্যে বেশ কয়েকবার গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে সেখান থেকে গোল আসেনি।

হো মুই মেই-এর গোলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সমতা ফেরায় কিটচি এসসি। ম্যাচের বয়স তখন ৫৯ মিনিট।
  • 6/10

হো মুই মেই-এর গোলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সমতা ফেরায় কিটচি এসসি। ম্যাচের বয়স তখন ৫৯ মিনিট।

এরপর আর ম্যাচে গোল আসেনি। ড্র করেই পরের রাউন্ডে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ফোনম পেন-এর বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছিল তারা।
  • 7/10

এরপর আর ম্যাচে গোল আসেনি। ড্র করেই পরের রাউন্ডে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ফোনম পেন-এর বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছিল তারা।

Advertisement
সেটাই ছিল এএফসি-র মঞ্চে ইস্টবেঙ্গলের মেয়েদের প্রথম ম্যাচ। আর সেখানে জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করেছিল লাল-হলুদ।
  • 8/10

সেটাই ছিল এএফসি-র মঞ্চে ইস্টবেঙ্গলের মেয়েদের প্রথম ম্যাচ। আর সেখানে জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করেছিল লাল-হলুদ।

এরপর কিটচির সঙ্গে ফোনম পেন-এর ম্যাচ ড্র হওয়ায় পরের রাউন্ডে যাওয়ার দারুণ সুযোগ এসে যায় ইস্টবেঙ্গলের সামনে।
  • 9/10

এরপর কিটচির সঙ্গে ফোনম পেন-এর ম্যাচ ড্র হওয়ায় পরের রাউন্ডে যাওয়ার দারুণ সুযোগ এসে যায় ইস্টবেঙ্গলের সামনে।

রবিবারের ম্যাচের আগেই জানা গিয়েছিল, কিটচির বিরুদ্ধে ম্যাচ ড্র করতে পারলেই পরের রাউন্ডে চলে যাবে ইস্টবেঙ্গল। সেই সুযোগ হাতছাড়া করেনি লাল-হলুদের মেয়েরা।
  • 10/10

রবিবারের ম্যাচের আগেই জানা গিয়েছিল, কিটচির বিরুদ্ধে ম্যাচ ড্র করতে পারলেই পরের রাউন্ডে চলে যাবে ইস্টবেঙ্গল। সেই সুযোগ হাতছাড়া করেনি লাল-হলুদের মেয়েরা।

Advertisement