India vs Singapore: সিঙ্গাপুরের বিরুদ্ধে দলে সুনীল, ২৩ জনের স্কোয়াডে আর কারা?

৯ অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের বেশ কঠিন ম্যাচ খেলবে ভারত। সোমবার সিঙ্গাপুর রওনা দেবেন খালিদ জামিলরা। ইতিমধ্যেই ২ ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ সি-এর চতুর্থ স্থানে রয়েছে ভারত। তবে ৯ অক্টোবর সিঙ্গাপুরে এবং ১৪ অক্টোবর ঘরের মাঠে পরপর দুটি ম্যাচ জিতলে মুখে হাসি ফুটবে ব্লু টাইগার্সদের। 

Advertisement
সিঙ্গাপুরের বিরুদ্ধে দলে সুনীল, ২৩ জনের স্কোয়াডে আর কারা?ভারতীয় দল

৯ অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের বেশ কঠিন ম্যাচ খেলবে ভারত। সোমবার সিঙ্গাপুর রওনা দেবেন খালিদ জামিলরা। ইতিমধ্যেই ২ ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ সি-এর চতুর্থ স্থানে রয়েছে ভারত। তবে ৯ অক্টোবর সিঙ্গাপুরে এবং ১৪ অক্টোবর ঘরের মাঠে পরপর দুটি ম্যাচ জিতলে মুখে হাসি ফুটবে ব্লু টাইগার্সদের। 

কিংস কাপে দারুণ পারফর্ম করার পর, খালিদ জামিলের দলের উপর প্রত্যাশা বেড়ে গিয়েছে অনেকটাই। ফলে সিঙ্গাপুরে গিয়েও, ভাল পারফর্ম করবে দল, এমনটাই আশা ভারতের ফুটবল সমর্থকদের। আর সে কারণেই প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ খালিদ জামিল। সিঙ্গাপুর রওনা দেওয়ার আগে বেঙ্গালুরুতে বেশ কয়েকদিনের জাতীয় শিবির করেছেন লিস্টন কোলাসো, নাওরেম মহেশরা। 

মানোলো মার্কুয়েজ রোকা জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর, খালিদ জামিলের হাত ধরেই সুদিন ফিরেছে ভারতীয় ফুটবলে। এবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ঘুরে দাঁড়ানোর পালা। রবিবার সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করলেন খালিদ জামিল। আর সেই দলে রয়েছেন সুনীল ছেত্রী। কিংস কাপে তাঁকে দলে না নিলেও, গোল করার লোকের অভাব টের পেয়েছেন খালিদ। আর সে কারণেই তাঁকে ফেরত আনার সিদ্ধান্ত নেন খালিদ। ২৩ জনের দলে তাই তাঁকে রাখা হয়েছে। ফারুক চৌধুরী, লালরিনজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, রহিম আলি, সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিংরা।   

ভারতের ২৩ সদস্যের দল:
গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরমীত সিং, গুরপ্রীত সিং সান্ধু
ডিফেন্ডার: আনোয়ার আলি, রালতে, মহম্মদ উভেস, প্রমভীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান
মিডফিল্ডার: ব্রেন্ডন ফার্নান্ডেজ, দানিশ ফারুক, দীপক টাংরি, ম্যাকার্টন 
ফরোয়ার্ড: ফারুক চৌধুরী, লালরিনজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, রহিম আলি, সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিং।

এএফসি এশিয়ান কাপে ভারতের ম্যাচ
৯ অক্টোবর ভারত বনাম সিঙ্গাপুর
১৪ অক্টোবর ভারত বনাম সিঙ্গাপুর
১৮ নভেম্বর ভারত বনাম বাংলাদেশ 
৩১ মার্চ ২০২৬ ভারত বনাম হংকং

Advertisement

POST A COMMENT
Advertisement