East Bengal vs FK Arkadag: মেসির ভরসায় আর্কাদাগ বধের চেষ্টায় ইস্টবেঙ্গল, লাল-হলুদের দল আজ কেমন?

এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Champions League) প্রথম লেগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের (East Bengal vs FK Arkadag) বিরুদ্ধে নামছে আর্কাদাগ। মরসুমের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচের আগে অদ্ভুতভাবে শান্ত ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো। অনুশীলন শেষে গোটা টিম বেরিয়ে যাওয়ার পরেও ভিতরেই ছিলেন অস্কার। সবশেষে ভিআইপি দিয়ে যখন বেরোলেন, তখন তাঁর মুখে একটা মুচকি হাসি। তবে তাঁর কথা শুনেই বোঝা গেল, বেঙ্গালুরু ম্যাচ এখনও তিনি ভুলতে পারেননি।

Advertisement
মেসির ভরসায় আর্কাদাগ বধের চেষ্টায় ইস্টবেঙ্গল, লাল-হলুদের দল আজ কেমন?ইস্টবেঙ্গল

এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Champions League) প্রথম লেগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের (East Bengal vs FK Arkadag) বিরুদ্ধে নামছে আর্কাদাগ। মরসুমের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচের আগে অদ্ভুতভাবে শান্ত ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো। অনুশীলন শেষে গোটা টিম বেরিয়ে যাওয়ার পরেও ভিতরেই ছিলেন অস্কার। সবশেষে ভিআইপি দিয়ে যখন বেরোলেন, তখন তাঁর মুখে একটা মুচকি হাসি। তবে তাঁর কথা শুনেই বোঝা গেল, বেঙ্গালুরু ম্যাচ এখনও তিনি ভুলতে পারেননি। 

বেঙ্গালুরু ম্যাচ ভুলতেই পারছেন না অস্কার
গাড়িতে ওঠার সময় বলে গেলেন, 'শেষ ম্যাচে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মেরেছি। আর্কাদাগের বিরুদ্ধে জিতে আইএসএলে প্রথম ছয়ে পৌঁছতে না পারার জ্বালাটা জুড়োতে চাই।' তবে সেই জ্বালা জুড়োনোর ক্ষেত্রে বেশ কিছু বাধা রয়েছে। তার মধ্যে সবথেকে বড় বাধা হল আনোয়ার আলির না থাকা। সেই কারণে খানিকটা বাধ্য হয়েই হয়তো মঙ্গলবার ডিফেন্সে হেক্টর ইউস্তে এবং লালচুংনুঙ্গা জুটিকে খেলাতে পারেন অস্কার। 

দলে কারা থাকতে পারেন?
এছাড়া সাইডব্যাকে রাকিপের সঙ্গী কে হবেন সেই নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। প্রভাত লাকড়া অথবা নিশু কুমারের মধ্যে সেখানে কেউ একজন খেলতে পারেন। পাশাপাশি সম্ভবত এই ম্যাচে পাঁচ বিদেশি নিয়ে নামতে চলেছে ইস্টবেঙ্গল। তাই বাম প্রান্তে হাতো সেলিস শুরু করতে চলেছেন। এছাড়া সল ক্রেসপো এবং মহেশ থাকছেনই। তবে বড় চেহারার আর্কাদাগ ফুটবলারদের সামনে সিডিএমে, ডিকসন এবং সৌভিকের মধ্যে অস্কার কাকে খেলান সেদিকে নজর থাকবে। সামনে সম্ভবত শুরু করতে চলেছেন ডিমানতাকোস এবং মেসি বাউলি।

তিন ম্যাচে তিন গোল চান মেসি বাউলি
অন্যদিকে ইস্টবেঙ্গল এসেই অনবদ্য ফুটবল খেলছেন নতুন বিদেশি রাফায়েল মেসি বাউলি। মাঠ ছাড়ার সময় তিনি বলে গেলেন, 'পরপর তিন ম্যাচে গোল করার জন্য মুখিয়ে রয়েছি। আমার জন্য এবং ইস্টবেঙ্গলের জন্য প্রার্থনা করুন। তবে আমি নিজের গোল করার থেকে দলের জয়টাই বেশি করে চাইছি।' অন্যদিকে মঙ্গলবার হাজার তিরিশ সমর্থক মাঠে উপস্থিত থাকতে পারেন।

Advertisement

POST A COMMENT
Advertisement