AFC Champions League East Bengal: AFC চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাবকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল, জয় ৩-১ গোলে

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League) মূলপর্বে দারুণ শুরু ইস্টবেঙ্গলের (East Bengal) মেয়েদের। গ্রুপ পর্বের ম্যাচে বাম খাতুন এফসিকে (Bam Khatun FC) প্রায় উড়িয়েই দিল লাল-হলুদের মেয়েরা। ইরানের ঘরোয়া লিগে ১১ বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ৩-১ গোলে জয় ছিনিয়ে নিল অ্যান্থনি অ্যান্ড্রজের দল।

Advertisement
AFC চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাবকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল, জয় ৩-১ গোলেইস্টবেঙ্গল

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League) মূলপর্বে দারুণ শুরু ইস্টবেঙ্গলের (East Bengal) মেয়েদের। গ্রুপ পর্বের ম্যাচে বাম খাতুন এফসিকে (Bam Khatun FC) প্রায় উড়িয়েই দিল লাল-হলুদের মেয়েরা। ইরানের ঘরোয়া লিগে ১১ বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ৩-১ গোলে জয় ছিনিয়ে নিল অ্যান্থনি অ্যান্ড্রজের দল।

শুরু থেকেই দাপট দেখায় ইস্টবেঙ্গল
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বাম খাতুনের বিরুদ্ধে ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় ইস্টবেঙ্গলের মেয়েরা। ডি বক্সের বাইরে থেকে সিল্কি হেমামের দূর পাল্লার শটে এগিয়ে যায় তারা। এরপর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান ক্যাপ্টেন ফাজিলা ইকাপুট। দুর্দান্ত চেস্ট ট্র্যাপ করে বল নামিয়ে গোলকিপারের নাগাল এড়িয়ে ছোট্ট টোকায় বল জড়ান জালে। ২ গোলে এগিয়ে যায় লাল-হলুদ।  ৪৩ মিনিটে সুযোগ আসে বাম খাতুনের। যদিও তা ফলপ্রসূ ছিল না। তবে প্রথমার্ধের একেবারে শেষলগ্নে ব্যবধান কমায় বাম খাতুন। ভিএআর দেখে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সেখান থেকে গোল করে যায় ইরানের দল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ে
দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। তবে ভিএআর দেখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন রেফারি। ৭৮ মিনিটে ফাজিলার শট পোস্টে লেগে প্রতিহত হয়। ৮৬ মিনিটে বাম খাতুনের কফিনে শেষ পেরেক পুঁতে দেন লাল-হলুদের রেস্টি নানজিরি। দূরপাল্লার শটে দর্শনীয় গোল করেন তিনি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জয় দিয়ে শুরু করল ইস্টবেঙ্গলের মহিলা দল।   

ভারতের প্রথম ক্লাব হিসেবে রেকর্ড ইস্টবেঙ্গলের
এই জয়ের ফলে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। এর আগে ছেলেদের পর ইস্টবেঙ্গলের মহিলা দলও ইরানের কোনও ক্লাবের বিরুদ্ধে জয় পেল। তাও আবার ৩-১ গোলে। গোটা ম্যাচেই দাপটের সঙ্গে খেলে যান ইস্টবেঙ্গলের ফুটবলাররা। দুই একটি ক্ষেত্র ছাড়া খুব বেশি বেগ পেতে হয়নি লাল-হলুদের মেয়েদের। ডিফেন্স প্রায় অক্ষত রেখেই ৩ পয়েন্ট তুলে নিল লাল-হলুদ। ফলে দারুণ শুরু তা বলে দেওয়াই যায়।

Advertisement

POST A COMMENT
Advertisement