ডিসেম্বরে শহরে আসছেন লিওনেল মেসি। আর পরের বছরেরই শহরে আসতে চলেছেন আরও এক তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনই ইঙ্গিত দিলেন শতদ্রু দত্ত। ফেসবুক পোস্টে এক অনুরাগির কমেন্ট শেয়ার করে এই ইঙ্গিত দেন শতদ্রু। যদিও পরের বছর কী হবে তা এখনই বলা মুশকিল। তবে একের পর এক তারকা ফুটবলারকে কলকাতায় এনে তাক লাগিয়ে দিয়েছেন শতদ্রু। তাই রোনাল্ডোকেও আনার চেষ্টা যে তিনি করবেন তা বলাই বাহুল্য।
এর আগে মারাদোনা, পেলের পাশাপাশি এমিলিয়ানো মার্টিনেজ, কাফুকে শহরে এনে নানা অনুষ্ঠান করেছেন শতদ্রু। সাধারণ ফুটবলপ্রেমীদের মন জয় করেছেন, পাশাপাশি বিশ্ব ফুটবলে নিজের পরিচিতিও ভস্থাপন করেছেন রিষড়ার এই ফুটবল পাগল উদ্যোক্তা। বুধবার থেকে শুরু হয়েছে, মেসির অনুষ্ঠানের টিকিট বিক্রি। ৩৫ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে প্রায় সমস্ত টিকিট।
অভূতপূর্ব সাফল্য তা বলাই যায়। চড়া দামের টিকিট কেটে মেসিকে এক ঝলক দেখার জন্য পাগল সমর্থকরা। এমনই এক সমর্থক টিকিট কাটার স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে লেখেন, তিনি আসলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্যান হলেও, মেসিকে দেখতে চান। এই সুযোগ তিনি ছাড়তে চান না। সেই পোস্ট শেয়ার করে শতদ্রু লেখেন, 'এটা ভালো লেগেছে ... সুন্দর খেলার শক্তি... আগামী বছর এটা বিপরীত হবে ...' এর পর থেকেই জল্পনা শুরু হয়েছে সিআর সেভেনও কি আসতে চলেছেন কলকাতায়।
২০ অক্টোবর ভারতে আসতে পারেন রোনাল্ডো। এফসি গোয়ার বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে আসতে পারেন তিনি। আল নাসেরের হয়ে খেলতে পারেন তিনি। তবে কলকাতায় আসার সম্ভাবনা নেই। তবে সেই সম্ভাবনা সফল হতে পারে শতদ্রুর হাত ধরে।
ডিস্ট্রিক অ্যাপে শুরু হয়েছে টিকিট বিক্রি। কলকাতার যুবভারতীতে ১৩ ডিসেম্বর মেসির একটি মেগা ইভেন্ট রয়েছে। সেই ইভেন্টের জন্য টিকিটের সর্বনিন্ম দাম ৩৮৩৫ টাকা। অ্যাপে টিকিট বিক্রির সঙ্গে সঙ্গেই ফুটবলপ্রেমীদের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। কলকাতায় মেসির সঙ্গে থাকতে পারেন বার্সেলোনা তারকাও। সঙ্গে অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির সঙ্গে থাকবেন শাহরুখ খান, আমির খানরা। সেই ইভেন্টের জন্য সর্বনিন্ম টিকিটের দাম ৭০৮০ টাকা। ভারত সফরে মেসির শেষ গন্তব্য হবে দিল্লি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করবেন। পাশাপাশি অরুণ জেটলি স্টেডিয়ামে একটি ইভেন্টে অংশ নেবেন। সেই অনুষ্ঠানে টিকিটের দাম ৪৭২০ টাকা। তবে দিল্লিতে টিকিটের দাম পাল্লা দিয়ে বাড়ছে।