AIFF Elile League Derby: ডার্বিতে বড় জয় ইস্টবেঙ্গলের, হেরেও শীর্ষেই মোহনবাগান

এলিট লিগের ডার্বিতে ২-০ গোলে হেরে গেল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য় ভাবে শেষ হলেও, দ্বিতীয়ার্ধে এল গোল। দ্বিতীয়ার্ধে বারবার দূর থেকে নেওয়া শটই পার্থক্য গড়ে দিল দুই দলের। পাশাপাশি প্রথমার্ধের একেবারে শেষদিকে লাল কার্ড দেখায় ১০ জনে খেলতে হয় মোহনবাগান সুপার জায়েন্টকে।

Advertisement
ডার্বিতে বড় জয় ইস্টবেঙ্গলের, হেরেও শীর্ষেই মোহনবাগান ইস্টবেঙ্গল

এলিট লিগের ডার্বিতে ২-০ গোলে হেরে গেল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য় ভাবে শেষ হলেও, দ্বিতীয়ার্ধে এল গোল। দ্বিতীয়ার্ধে বারবার দূর থেকে নেওয়া শটই পার্থক্য গড়ে দিল দুই দলের। পাশাপাশি প্রথমার্ধের একেবারে শেষদিকে লাল কার্ড দেখায় ১০ জনে খেলতে হয় মোহনবাগান সুপার জায়েন্টকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নয়ন ছেত্রী বাঁ দিক থেকে উঠে এসে কাট ইন করে হঠাৎ ঢুকে পড়েন। জোরাল শটে বল জালে জড়িয়ে দেন নয়ন। ১০ জনে খেলা মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর আরও একটা সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলের সামনে। তবে ফ্রি কিক থেকে নেওয়া শট বার উঁচিয়ে বাইরে চলে যায়।

তবে বেশ কিছু সুযোগ পেয়েছিল মোহনবাগানও। গোল আসেনি। একটা সময় একের পর এক কর্নার পেলেও সেখান থেকে প্রয়োজনীয় গোলটা তুলে নিতে পারেনি ডেগি কার্ডোজোর ছেলেরা। গোলের সুযোগ নষ্ট করলে কী হয় সেটা আবারও বুঝতে পারেলেন মোহনবাগানের তরুণ ফুটবলাররা। গোল শোধ করার তাড়নায় ইস্টবেঙ্গল অর্ধে উঠে আসা ফুটবলাররা রক্ষণে ফাঁকের দিকে নজর দিতে পারেননি। সেই সুযোগেই দ্রুত প্রতিআক্রমণ তুলে আনে লাল-হলুদ। আর সেখান থেকেই গোল করে যান পরিবর্ত হিসেবে নামা প্রীতম গাইন। ২ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। এর আগের লেগে মোহনবাগান মাঠে দুই দল ১-১ গোলে ম্যাচ শেষ করেছিল। ফলে এই জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল ইস্টবেঙ্গলের কাছে। 

৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে ইস্টবেঙ্গল। তবে এই ম্যাচের আগে মোহনবাগান ছিল শীর্ষে। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট  নিয়ে। তবে এই ম্যাচ হারের পরেও শীর্ষে থাকল মোহনবাগান সুপার জায়েন্ট। কারণ এই জয়ের ফলে ৭ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট হল ১৩। যা মোহনবাগানের থেকে ১ পয়েন্ট কম।   

Advertisement

POST A COMMENT
Advertisement