Indian Football: অবশেষে খসড়া টেন্ডার প্রকাশ AIFF-এর, ISL-এর ভবিষ্যৎ কী?

অবশেষে আইএসএল ক্লাবগুলোর চাপে পড়ে বৃহস্পতিবার রাতেই আইএসএল টেন্ডার প্রকাশ করল ফেডারেশন। স্বল্প সময় নয়, একেবারে পনেরো বছরের জন্য টেন্ডার ঢাকা হয়েছে। পাশাপাশি ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্যদের বিরোধিতায় খসড়া টেন্ডার থেকে বদলে গেল একটি শর্ত। খসড়াতে ছিল যে কোম্পানি টেন্ডারে অংশ নেবে তাদের বার্ষিক ১০০ কোটি টাকা টার্ন ওভার হতে হবে।

Advertisement
অবশেষে খসড়া টেন্ডার প্রকাশ AIFF-এর, ISL-এর ভবিষ্যৎ কী?ডেডলাইন ৩০ অক্টোবর! আবার সাসপেন্ড হতে পারে ভারতের ফুটবল ফেডারেশন

অবশেষে আইএসএল ক্লাবগুলোর চাপে পড়ে বৃহস্পতিবার রাতেই আইএসএল টেন্ডার প্রকাশ করল ফেডারেশন। স্বল্প সময় নয়, একেবারে পনেরো বছরের জন্য টেন্ডার ঢাকা হয়েছে। পাশাপাশি ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্যদের বিরোধিতায় খসড়া টেন্ডার থেকে বদলে গেল একটি শর্ত। খসড়াতে ছিল যে কোম্পানি টেন্ডারে অংশ নেবে তাদের বার্ষিক ১০০ কোটি টাকা টার্ন ওভার হতে হবে। 

এই শর্তের বিরোধিতা করেছিলেন কার্যকরী কমিটির সদস্যরা। এদিন যে টেন্ডার নোটিশ প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে এই টাকার অঙ্ক বদলে গিয়েছে বার্ষিক ২৫০ কোটি টাকায়। টেন্ডার নোটিশে বলা হয়েছে, আইএসএল যে সংস্থা আয়োজন করার বরাত পাবে উক্ত সংস্থা ফেডারেশনকে গ‍্যারান্টি পেমেন্ট দিতে হবে বার্ষিক ৩৭.৫ কোটি টাকা। অথবা আইএসএল কমার্শিয়াল রাইটস থেকে যে লভ্যাংশ আসবে সেই গ্রস রেভিনিউর পাঁচ শতাংশ দিতে হবে ফেডারেশনকে। এই কমার্শিয়াল রাইটদের মধ্যে পড়ছে ব্রডকাস্টিং, স্পন্সরসিপ, মার্কেটিং। এই বিড পেপার জমা দেওয়ার শেষ তারিখ ৫ নভেম্বর। এই বিডে অংশ নিতে হলে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

স্পোর্টস মার্কেটিংয়ের। এছাড়াও রয়েছে একাধিক শর্ত। যা যা শর্ত দেখা যাচ্ছে, তাতে বলেই দেওয়া যায়, ভারতে এফএসডিএল ছাড়া অন্য কোনও দেশীয় সংস্থার পক্ষে এই কঠিন। শর্ত পূরণ করা খুবই কষ্টকর। যদি না অন্য কোনও বিদেশি কোম্পানি হয়। একই সঙ্গে একমাত্র এফএসডিএলই ভারতে আইএসএল করার বিষয়ে অভিজ্ঞ এবং পরিকাঠামোগতভাবে তারা তৈরি। 

এদিন সকালেই চিঠি দিয়ে দশটি আইএসএল ক্লাব ফেডারেশনকে জানিয়েছিল, স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া শুরু করে ১৫ অক্টোবরের মধ্যে শেষ করে আইএসএলের নতুন বাণিজ্যিক অংশীদারের নাম ঘোষণা করা হবে এমনটাই জানানো হয়েছিল। কিন্তু ফেডারেশন সেই কথা রাখতে পারেনি। সামনেই সুপার কাপ। তার আগে এই চিঠি যথেষ্টই চাপে ফেলে দিয়েছিল ফেডারেশনকে। এদিন সকালেই সুপার কাপ থেকে নাম প্রত্যয়হার করে নিয়েছিল রিয়াল কাশ্মীর।

POST A COMMENT
Advertisement