scorecardresearch
 

Anwar Ali FIFA: বিরাট স্বস্তি ইস্টবেঙ্গলের, আনোয়ার-কে নিয়ে কড়া নির্দেশ ফিফার

শুক্রবার আইএসএল-এ (ISL) প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। আর তার পরেরদিনই এল আরও এক সুখবর। আনোয়ার আলির (Anwar Ali) ব্যাপারে এআইএফএফ (AIFF) কোনও সিদ্ধান্ত নিতে পারবে না বলে জানিয়ে দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চনিয়ামক সংস্থা ফিফা (FIFA)। এ মরসুমেই ইস্টবেঙ্গলে সই করেন ভারতীয় দলের তারকা ডিফেন্ডার। তাঁর ট্রান্সফার নিয়ে ভারতীয় ফুটবলে শোরগোল পড়ে যায়।

Advertisement
আনোয়ার আলি আনোয়ার আলি

শুক্রবার আইএসএল-এ (ISL) প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। আর তার পরেরদিনই এল আরও এক সুখবর। আনোয়ার আলির (Anwar Ali) ব্যাপারে এআইএফএফ (AIFF) কোনও সিদ্ধান্ত নিতে পারবে না বলে জানিয়ে দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চনিয়ামক সংস্থা ফিফা (FIFA)। এ মরসুমেই ইস্টবেঙ্গলে সই করেন ভারতীয় দলের তারকা ডিফেন্ডার। তাঁর ট্রান্সফার নিয়ে ভারতীয় ফুটবলে শোরগোল পড়ে যায়। মোহনবাগান (Mohun Bagan) দাবি করে, আনোয়ার তাদের প্লেয়ার। ইস্টবেঙ্গলও একই দাবিতে অনড় থাকে। বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) প্লেয়ার স্টেটাস কমিটি কাছে যায়। তবে এর মধ্যে ফিফার নতুন সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে ইস্টবেঙ্গল।

আনোয়ার আলিকে প্রাথমিক ভাবে নির্বাসিত এবং জরিমানা করা হলেও পরে তাতে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। এখনও তাঁকে নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এতে অবশ্য খেলতে বাধা নেই। ইস্টবেঙ্গল জার্সিতে নিয়মিত খেলছেন আনোয়ার। এরই মাঝে আনোয়ার আলি ইস্যুতে বিরাট স্বস্তি ইস্টবেঙ্গলের।

ফুটবলারদের ট্রান্সফার ও স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ের নিয়মে পরিবর্তন আনতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বর্তমানে সারা বিশ্বে চলা ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় মামলায় স্থগিতাদেশ দিল ফিফা। ফলে আনোয়ার আলিকে নিয়ে আপাতত কোনও সিদ্ধান্ত নিতে পারবে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি।

এর জেরে হাঁফ ছেড়ে বাঁচলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। আনোয়ার আলিকে নিয়ে মোহনবাগান সচিব বলেছিলেন, আনোয়ারের মানসিক সমস্যা হচ্ছে। মাঠের বাইরের বিষয়ে এত জটিল পরিস্থিতিতে রয়েছে যে খেলায় মনসংযোগ করতে পারছে না। এমনকি আনোয়ারকে মনোবিদের কাছে নিয়ে যাওয়ারও পরামর্শ দেন। আর এবার ফিফার নির্দেশ আসার পরেই ফের লাল-হলুদ সমর্থকদের নিশানায় দেবাশিস দত্ত। 

Advertisement

এমনিতেই প্রথম দিকে ইস্টবেঙ্গলে ধাতস্থ হতে অনেকটা সময় নেওয়া আনোয়ার এখন লাল-হলুদ ডিফেন্সের অন্যতম সেরা স্তম্ভ। দারুণ ছন্দে এই ডিফেন্ডার। শুধু তাই নয়, গোল করার ক্ষেত্রেও অনেক সময় বড় ভূমিকা নিচ্ছেন এই তারকা। 
  

TAGS:
Advertisement