East Bengal: মুম্বই ম্যাচের পর হুইলচেয়ারে মাঠ ছেড়েছেন, ডার্বিতে খেলবেন ইস্টবেঙ্গলের আনোয়ার?

একে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে হার, তার উপর আবার তারকা ডিফেন্ডার আনোয়ার আলির (Anwar Ali) চোট। ডার্বি (Kolkata Derby) ম্যাচের আগে সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল (East Bengal)। মুম্বই ম্যাচ শেষে হুইল চেয়ারে করে আনোয়ারের মাঠ ছাড়া উদ্বেগ আরও বাড়িয়েছে লাল-হলুদ (East Bengal Fans) সমর্থকদের। কারণ, অস্কার ব্রুজোর (Oscar Bruzon) দলের ডিফেন্সের যা হাল তাতে ভারতীয় এই তারকা না থাকলে কী হতে পারে তা তারা ভালভাবেই আঁচ করতে পারছেন। 

Advertisement
মুম্বই ম্যাচের পর হুইলচেয়ারে মাঠ ছেড়েছেন, ডার্বিতে খেলবেন ইস্টবেঙ্গলের আনোয়ার?Anwar Ali

একে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে হার, তার উপর আবার তারকা ডিফেন্ডার আনোয়ার আলির (Anwar Ali) চোট। ডার্বি (Kolkata Derby) ম্যাচের আগে সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল (East Bengal)। মুম্বই ম্যাচ শেষে হুইল চেয়ারে করে আনোয়ারের মাঠ ছাড়া উদ্বেগ আরও বাড়িয়েছে লাল-হলুদ (East Bengal Fans) সমর্থকদের। কারণ, অস্কার ব্রুজোর (Oscar Bruzon) দলের ডিফেন্সের যা হাল তাতে ভারতীয় এই তারকা না থাকলে কী হতে পারে তা তারা ভালভাবেই আঁচ করতে পারছেন। 

ডার্বি ম্যাচে খেলতে পারবেন আনোয়ার?
চোটের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে চোট কতটা গুরুতর। ইস্টবেঙ্গল শিবির মনে করছে আনোয়ারের চোট গুরুতর নয়। তবে ছবি অন্য কথা বলছে। ডার্বিতে (Mohun Bagan Super Giant vs East Bengal) তাঁর মাঠে নামা যে বেশ সংশয়ের, তা আন্দাজ করা যাচ্ছে। মুম্বই ম্যাচ হারের পর দীর্ঘক্ষণ বৈঠক করেন কোচ অস্কার ব্রুজো। ফুটবলারদের সঙ্গে কথা বলেন ক্লাবের কর্তা দেবব্রত সরকার। সেই বৈঠক থেকে বেরিয়ে দেবব্রত সরকার যদিও বলেন, 'আনোয়ারের চোট খুব গুরুতর নয়, এমনটাই ডাক্তার বলল। একটা দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে বলেই মনে হয়।'

চোট সমস্যায় জেরবার ইস্টবেঙ্গল 
মাদিহ তালাল (Madih Talal) চোট পেয়ে আগেই গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন। পরিবর্ত বিদেশি রিক্রুটও করে ফেলেছে ম্যানেজমেন্ট। তবে সল ক্রেসপোর (Saul Crespo) মাঠে ফিরতে আরও বেশ কয়েক সপ্তাহ। চোটের তালিকায় এবার যুক্ত হল আনোয়ার আলির নাম। কোমরে চোট ছিলই। তা নিয়েই মুম্বই ম্যাচে মাঠে নেমেছিলেন। ৯০ মিনিট শেষে খোড়াতে খোড়াতে মাঠ ছাড়তে দেখা গেল জাতীয় দলের (Indian Football Team) তারকা ডিফেন্ডারকে। সব শেষে হুইলচেয়ারে করে স্টেডিয়াম ছাড়লেন। কর্তারা যাই বলুন ডার্বির আগে তাই উদ্বেগ বাড়ছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে।

তবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা আশার খবর, ডার্বি ম্যাচ ১১ তারিখ নাও হতে পারে। গুয়াহাটিতে ডার্বি আয়োজনের অনুমতি পাওয়া যায়নি। তাই ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে বাঙালির আবেগের বড় ম্যাচ নিয়ে।    

Advertisement

POST A COMMENT
Advertisement