Anwar Aliভারতীয় ফুটবলে নাটকের শেষ নেই। এর মধ্যেই আনোয়ার আলি দলবদলের নাটক কোনও ভাবেই থামার লক্ষণ দেখা যাচ্ছে না। বরং এই বিতর্ক এবার আরও বড় আকার ধারণ করল। একদিকে যেমন এই ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা, অন্যদিকে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তুলে তোলপাড় ফেলে দিলেন দিল্লি এফসি-র কর্ণধার রঞ্জিত বাজাজ।
আনোয়ার আলির চুক্তিভঙ্গের বিষয়টি দীর্ঘ সময় ধরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অ্যাপিল কমিটিতে ঝুলে রয়েছে। দিনের পর দিন শুনানির তারিখ পিছিয়ে দেওয়া এবং ফেডারেশনের এই গড়িমসিতে বিরক্ত হয়ে সম্প্রতি ফিফা এবং এএফসি-র দ্বারস্থ হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তাদের অভিযোগ ছিল, ফেডারেশন এই স্পর্শকাতর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। অবশেষে মোহনবাগানের সেই চিঠির উত্তর দিয়েছে ফিফা। চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, বিষয়টি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং দ্রুত সমাধানের জন্য এআইএফএফ-এর সঙ্গে যোগাযোগ করবে। মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে এই চিঠি নিঃসন্দেহে একটি বড় নৈতিক জয়, কারণ এর ফলে ফেডারেশনের ওপর চাপ বাড়ল এবং আনোয়ার আলি ইস্যুতে দ্রুত কোনও সিদ্ধান্তের সম্ভাবনা তৈরি হল।
ফিফার এই চিঠির আবহেই সোশ্যাল মিডিয়ায় বারুদ ছোড়েন রঞ্জিত বাজাজ। তিনি সরাসরি নাম না করে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন। বাজাজের প্রধান অভিযোগ স্বার্থের সংঘাত নিয়ে। তিনি দাবি করেন, ফেডারেশন সভাপতির স্ত্রী মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটিতে রয়েছেন, যা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। অথচ ময়দানে এই নিয়ে অদ্ভুত নীরবতা পালন করা হচ্ছে।
তবে বাজাজ সেখানেই থামেননি। তাঁর টুইটে উঠে এসেছে আরও গুরুতর অভিযোগ। তিনি দাবি করেছেন, ফেডারেশনের শীর্ষকর্তা স্বাধীন বিচারবিভাগীয় বডি বা আপিল কমিটির প্রাক্তন বিচারপতিদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বাজাজের কথায়, "গতবার বিচারপতির বাড়িতে বসে অর্ডার ডিকটেশন দেওয়া হয়েছিল। এবারও একজন প্রাক্তন বিচারপতি নিজেকে সরিয়ে নিয়েছেন কারণ তিনি এই অন্যায়ের সঙ্গে একমত হতে পারেননি।"
রঞ্জিত বাজাজ তাঁর টুইটে বিশেষভাবে সতর্ক করেছেন ইস্টবেঙ্গল ফ্যানদের। তিনি লিখেছেন, 'সমস্ত ইস্টবেঙ্গল ফ্যানরা সাবধান! সেই সাপ আবার ফণা তুলেছে।' বাজাজ অভিযোগ করেন, গত দু'বছর ধরে নিয়মবহির্ভুত নানা পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।
কলকাতায় কল্যাণ চৌবের বিরুদ্ধে চলা প্রতিবাদের প্রসঙ্গ টেনে বাজাজ হুঁশিয়ারি দিয়ে বলেন, "প্রতিবাদ এখন দ্বিগুণ হয়েছে। আশা করি কানে ইয়ার প্রোটেকশন লাগিয়েছেন, কারণ আওয়াজটা এবার খুব জোরে হবে।"