Lionel Messi: পায়ে চোট। ড্রেসিং রুমে বসে তিনি তখন হাউ হাউ করে কাঁদছেন। ম্যাচ তখনও গোলশূন্য। ওদিকে মাঠে দাপিয়ে খেলছে আর্জেন্টিনা। এক ইঞ্চি জমিও ছাড়ছে না কলম্বিয়াও। কিন্তু ফুটবল-ঈশ্বর আজ লিওনেল মেসিদের (Lionel Messi) উপরেই প্রসন্ন ছিলেন। যার নির্যাস, মার্টিনেজের গোলে ১৬তম কোপা আমেরিকা (Copa America 2024 Final) জিতল নীল-সাদা শিবির। একই সঙ্গে বিশ্বের সেরা ফুটবলার যে এখনও মেসি-ই, তাও প্রমাণ হয়ে গেল।
৯০ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য
কোপা আমেরিকার ফাইনাল বলে কথা! মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে নিরাপত্তার লৌহবাসর। সিকিউরিটি চেকের জন্য প্রচুর মানুষ ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের পরেও স্টেডিয়ামের বাইরে অপেক্ষরত ছিলেন।
যার ফলে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর ম্যাচ শুরু হয়। প্রথমার্ধে ম্যাচ টানটান হয়। কলম্বিয়ার ডিফেন্স কিছুতেই ভাঙতে পারছিলেন না মেসি, মার্টিনেজরা। ফলে ২০২২ সালের চ্যাম্পিয়নরা ২০২৪ সালেও কোপা আমেরিকা কাপ তুলতে পারবে কিনা, তা নিয়ে ধন্ধই ছিল। ৯০ মিনিট পর্যন্ত ম্যাচ গোল শূন্য।
LIONEL MESSI LLORANDO POR SU LESIÓN, PRONTA RECUPERACIÓN EN ESTO NO HAY COLORES 👏🏻👏🏻👏🏻pic.twitter.com/5uBa985RcP
— REAL MADRID FANS 🤍 (@AdriRM33) July 15, 2024
হাউ হাউ করে কাঁদলেন মেসি
প্রথমার্ধে মাঠে চোট পেলেন মেসি। কিছুক্ষণ চিকিত্সার পরে ফের মাঠে নামেন তিনি। কিন্তু আজ ভাগ্যদেবতা সহায় ছিলেন না। দ্বিতীয়ার্ধেও চোট পান লিওনেল। গোড়ালিতে চোট পেলেন। এবার আর খেলতে পারলেন না। মেসির বদলে মাঠে নামলেন নিকোলাস গঞ্জালেস। মাঠ ছাড়লেন চোখের জলে। ড্রেসিং রুমে দেখা গেল, হাউ হাউ করে কাঁদছেন মেসি।
Lionel Messi in tears after being subbed out due to injury 💔 pic.twitter.com/gzZtbGmxLB
— Bő (@MutedBo) July 15, 2024
সম্ভবত এটাই মেসির শেষ কোপা আমেরিকা
সম্ভবত, এটা ছিল মেসির শেষ কোপা আমেরিকা। অন্যদিকে অ্যাঞ্জেল ডি মারিয়া আগেই ঘোষণা করে দিয়েছিলেন, কলম্বিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকা ফাইনাল খেলেই তিনি অবসর নেবেন।
মধুরেণ সমাপয়েত! জীবনের শেষ কোপা আমেরিকা টুর্নামেন্টও স্মরণীয় হয়ে থাকল মেসি ও ডি মারিয়ার কাছে। জিতলেন। জেতালেন। কাপ তুললেন।