মুম্বই সিটি এফসি ম্যাচের আগে ইস্টবেঙ্গল শিবির যেন হাসপাতাল। ফুটবলারদের চোটের জেরে রিজার্ভ বেঞ্চও ফাঁকা। নন্দাকুমারদের খেলতে হচ্ছে অনভ্যস্ত জায়গায়। এর মধ্যেই সুখবর সল ক্রেসপো ও মহম্মদ রাকিপের সুস্থ হয়ে ওঠা। ইস্টবেঙ্গলকে এ মরসুমে বেশ ভুগিয়েছে সল ক্রেসপোর চোট। রাকিপ না থাকায় সমস্যা হয়েছে ডিফেন্সেও।
কবে ফিরছেন দুই তারকা?
আশা করা হচ্ছে, পরের শনিবার চেন্নাইয়েন এফসি ম্যাচে ফেরত আসতে পারেন সল ও রাকিপ। তবে আরও এক চোট পাওয়া ফুটবলার আনোয়ার আলি কবে ফিরতে পারবেন তা এখনই বলা যাচ্ছে না। সল, রাকিপের পাশাপাশি ডিফেন্সকে নির্ভরতা দেওয়ার ক্ষেত্রে আনোয়ারকে প্রয়োজন ইস্টবেঙ্গলের। মুম্বই ম্যাচে হেক্টরের সঙ্গে স্টপারে জুটি বাঁধবেন লালচুংনুঙ্গা। এখনও অবধি পরিস্থিতি যা তাতে চেন্নাইয়েন ম্যাচেও এই দুই ফুটবলারের উপরেই দুর্গ সামলানোর দায়িত্ব দিতে হবে অস্কার ব্রুজোকে।
দল গড়তে চাপে পড়ছেন অস্কার
দলের প্রথম একাদশ ঠিক করতেই হিমশিম খাচ্ছেন হেড কোচ অস্কার ব্রুজো। তা সত্ত্বেও লড়াই করা থেকে পিছু হটছেন না, লাল-হলুদ হেড কোচ। বরং অন্য পজিশনের ফুটবলাররা যে দারুণভাবে মানিয়ে নিয়ে, নতুন জায়গায় ভালো খেলছেন সে কথাই বুধবার সাংবাদিক সম্মেলনে জানিয়ে গেলেন অস্কার। তিনি বলেন, 'আপনারা এটা দেখে থাকবেন, আমরা বেশ কিছু ফুটবলারকে এমন জায়গায় খেলাচ্ছি, যেটা তাদের স্বভাবসিদ্ধ জায়গা নয়। তবে তারা প্রত্যেকেই সেই জায়গায় যথেষ্ট ভালো ফুটবল খেলছে। তাই আমাদের বুদ্ধি করে কাজ করতে হবে, এবং সেই সব ফুটবলারদের মানসিক দিয়ে এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে ওরা জায়গা পরিবর্তন করলেও নিজেদের সেরা খেলাটা খেলতে পারে।'
সেটপিসে মুম্বই বধের ছক
অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে মুম্বইয়ের বিমান ধরার আগে, এদিন প্রধানত ফুটবলারদের সেট পিস অনুশীলন করালেন অস্কার। বুধবার সিচুয়েশন অনুশীলনে ডিমানতাকোস না থাকলেও, এদিন তিনি পুরোদমে অনুশীলন করলেন। শেষ ম্যাচের দলে প্রধানত তিনটি পরিবর্তন আনতে পারেন অস্কার। ডিফেন্সের প্রথম একাদশে সম্ভবত ঢুকছেন হেক্টর ইউস্তে। এছাড়া জিকসন সিং কার্ড সমস্যায় না থাকায়, রাইট ব্যাকে সম্ভবত ফিরছেন নন্দকুমার। এছাড়া আক্রমণে ক্লেইটন সিলভার জায়গায় ঢুকছেন ডেভিড।
এই ম্যাচের সেলিস বলছেন, 'এই ক্লাবের খেতাব জয়ের চ্যালেঞ্জের সঙ্গে আমি জড়িয়ে থাকতে চাই। সেটা এ বছর না হলেও নিজের সেরাটা দিতে চাই এবং সম্ভব হলে এই ক্লাবে আরও বেশি সময় থাকতে চাই।'