World Cup Qualifier: ব্রাজিল হেরে গেল, হারল আর্জেন্টিনাও, বিশ্বকাপে যোগ্যতা অর্জনে অঘটন

বলিভিয়ার (Bolivia) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলা সবসময়ই কঠিন। আর সেই লড়াইয়ে হেরে গেল ব্রাজিল (Brazil)। বিশ্বকাপ যোগ্যতা অর্জন হয়ে গিয়েছে। তবে বাকি ম্যাচগুলোও খেলতে হবে তাদের। ফলে দলের তরুণদের দেখে নিতে চেয়েছিলেন ব্রাজিল কোচ কার্লোস আনসালোত্তি। তাতেই হারতে হল সেলকাওদের।

Advertisement
ব্রাজিল হেরে গেল, হারল আর্জেন্টিনাও, বিশ্বকাপে যোগ্যতা অর্জনে অঘটনহারল ব্রাজিল-আর্জেন্টিনা

বলিভিয়ার (Bolivia) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলা সবসময়ই কঠিন। আর সেই লড়াইয়ে হেরে গেল ব্রাজিল (Brazil)। বিশ্বকাপ যোগ্যতা অর্জন হয়ে গিয়েছে। তবে বাকি ম্যাচগুলোও খেলতে হবে তাদের। ফলে দলের তরুণদের দেখে নিতে চেয়েছিলেন ব্রাজিল কোচ কার্লোস আনসালোত্তি। তাতেই হারতে হল সেলকাওদের। 

এই ম্যাচ জেতার ফলে বিশ্বকাপ খেলার আশা অনেকটাই জিইয়ে রাখল বলিভিয়া। ইন্টার-কনফেডারেশন প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে বলিভিয়া। ম্যাচ শেষে তাই আবেগ ও উচ্ছ্বাসে ভেসে উদযাপন করতে দেখা যায় তাদের। এখন বলিভিয়া বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা। ৪১৫০ ফুট উচ্চতায় খেলতে গিয়ে মুখ থুবড়ে পড়ল ব্রাজিল।  ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। নিয়ে ৫ নম্বরে থেকে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব শেষ করল ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৮ ম্যাচে ৩৮। সাতে শেষ করা বলিভিয়ার পয়েন্ট ১৮ ম্যাচে ২০।

প্রথমার্ধ থেকেই ব্রাজিল চাপে ছিল। ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসনকে একাধিকবার পরীক্ষাও ফেলে তারা। চিলির বিরুদ্ধে গত ম্যাচে ভাল খেলা ফুটবলারদের ছাড়াই নামায় এই ম্যাচে বেশ বেগ পেতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। প্রথমার্ধের সংযুক্তি সময় পেনাল্টি পেয়ে যায় বলিভিয়া। সেখান থেকেই গোল করে এগিয়ে যায় তারা। বল দখলের লড়াইয়ে বক্সের ভেতর বলিভিয়ার আর ফার্নান্দেজকে ব্রাজিলের ব্রুনো গুইমারেস ফাউল করলে এই পেনাল্টি পায় বলিভিয়া। শুরুতে অবশ্য রেফারি পেনাল্টি দেননি, কিন্তু ভিএআর যাচাইয়ের পর সিদ্ধান্ত বদলান। পেনাল্টিতে গোল করেন মিডফিল্ডার মিগুয়েল তেরকোরেস। 

বিরতির পর গোল শোধ দেওয়ার চেষ্টা চালিয়ে গেলেও, বলিভিয়ার ডিফেন্স বেশ সজাগ ছিল। সে কারণেই কাঙ্খিত গোল পায়নি ব্রাজিল। ফাঁকতালে কাউন্টার অ্যাটাকে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে বলিভিয়া। প্রবলতর প্রতিপক্ষের বিরুদ্ধে যে ভাবে খেলা উচিত সেভাবেই খেলেছে বলিভিয়া। তবে ব্যবধান বাড়ানোর চেষ্টা সফল হতে দেয়নি ব্রাজিলও। হেরেই মাঠ ছাড়তে হয় আনসালোত্তির দলকে। এই উচ্চতায় ফুটবল খেলতে গিয়ে স্বাভাবিক ভাবেই বেগ পেতে হয় দুই দলকে। 

Advertisement

POST A COMMENT
Advertisement