CAFA Cup India vs Iran: বিফলে গেল দুরন্ত লড়াই, ইরানের কাছে ৩ গোলে হার ভারতের

তাজিকিস্তানের বিরুদ্ধে জয় পেলেও, ইরানের বিরুদ্ধে হেরেই মাঠ ছাড়তে হল ভারতীয় দলকে। কাফা নেশনস কাপের দ্বিতীয় ম্যাচে খালিদ জামিলের দল হারল ২-০ গোলে। প্রত্যাশিত ভাবেই শুরু থেকে আক্রমণে ঝড় তুলেছিল ইরান। প্রবলতর প্রতিপক্ষের বিরুদ্ধে পাঁচ ডিফেন্ডারে দল সাজানোর যে স্ট্র্যাটেজি খালিদ নিয়েছিলেন তা প্রথমার্ধ অবধি একেবারে ঠিক ছিল।

Advertisement
বিফলে গেল দুরন্ত লড়াই, ইরানের কাছে ৩ গোলে হার ভারতেরসন্দেশ ঝিঙ্গান

তাজিকিস্তানের বিরুদ্ধে জয় পেলেও, ইরানের বিরুদ্ধে হেরেই মাঠ ছাড়তে হল ভারতীয় দলকে। কাফা নেশনস কাপের দ্বিতীয় ম্যাচে খালিদ জামিলের দল হারল ৩-০ গোলে। প্রত্যাশিত ভাবেই শুরু থেকে আক্রমণে ঝড় তুলেছিল ইরান। প্রবলতর প্রতিপক্ষের বিরুদ্ধে পাঁচ ডিফেন্ডারে দল সাজানোর যে স্ট্র্যাটেজি খালিদ নিয়েছিলেন তা প্রথমার্ধ অবধি একেবারে ঠিক ছিল।

সমস্যা হয়ে দ্বিতীয়ার্ধে এসে। একসঙ্গে দুই ফুটবলার তুলে নিয়ে ফর্মেশন বদলে ফেলেন ভারতের কোচ। আর তাতেই হয় সমস্যা। ৬০ মিনিটের মাথায় গোল পেয়ে যায় ইরান। হুসেন জাদে হেড করে গোল করেন। রাহুল ভেকের কাছে বল ক্লিয়ার করার সুযোগ থাকলেও, তাঁর মুহূর্তের ভুলে বল জালে জড়িয়ে যায়। কিছুই করার ছিল না গুরপ্রীত সিং সান্ধুর। গোটা ম্যাচে দুর্দান্ত খেললেও, এক্ষেত্রে কিছু করার ছিল না।

 

ম্যাচের ১৭ মিনিটে প্রথম সুযোগ এসে গিয়েছিল ইরানের সামনে। বাউয়ির হেড অল্পের জন্য বাইরে চলে যায়। এরপর ২০ মিনিটে নূর আফগানের নেওয়া বাঁ পায়ের শট বাইরে চলে যায়। তবে এক্ষেত্রে একটা কথা বলতেই হবে, ইরান, এই ম্যাচে অধিকাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও, খুব বেশি গোল করার সুযোগ পায়নি। ২২ মিনিটে হাসেম নেয়যাদের শটও বাঁচান ভারতের ক্যাপ্টেন গুরপ্রীত। ৩৬ মিনিটে আবার সুযোগ এসে গিয়েছিল ইরানের সামনে। নূর আফগানের গ্রাউন্ডার শট সেভ করেন গুরপ্রীত। প্রথমার্ধ 0-0 গোলেই শেষ হয়।

তবে দ্বিতীয়ার্ধের প্রথমদিকেও ভারত দারুণ ডিফেন্দ করতে থাকে। তবে সুযোগ বুঝতে পেরে খালিদ দুই ফুটবলার বদল করে বসেন। নেমেই ম্যাচের গতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল চিঙ্গেলসানা সিংদের। এর জেরেই গোল খেতে হয় ভারতকে। গোল খাওয়ার পর, ভারত আরও কিছুটা তেড়েফুঁড়ে আক্রমণে আসার চেষ্টা করলেও, গোলের মুখ খুলতে পারেনি। নাওরেম মহেশ সিং, জিতিন এমএসরা নামার পর, খেলায় অনেকটা ছন্দ ফেরে ভারতের। তবে সেখান থেকেও গোল আসেনি।

Advertisement

সুযোগ পেয়ে আলি আলিপুরের গোলে ব্যবধান বাড়ায় ইরান। প্রথম দুটো শট বাঁচাতে পারলেও, আলির তৃতীয় শট সেভ করতে পারেননি গুরপ্রীত সিং সান্ধু। ইনজুরি টাইমে জাহান বক্স ব্যবধান আরও বাড়ান।       

POST A COMMENT
Advertisement