আজ ঘরের মাঠে কলকাতা দিগের সুপার সিক্সের প্রথম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ অভিষেক মরসুমেই নজরকাড়া ইউনাইটেড কলকাতা। ফলে একটা ম্যাচে পয়েন্ট নষ্ট করা মানেই চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে পুরোপুরি ছিটকে যাওয়া। এই বিষয়টি নিয়ে ম্যাচের একদিন আগে যথেষ্ট চিন্তিত দেখাল ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জকে।
সমীহ ইউনাইটেড কলকাতাকে
মঙ্গলবার রাজারহাটের সেন্টার এক্সসিলেন্সের মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ফুটবলারদের সেই নিয়ে বারবার সতর্কও করলেন তিনি। পাশাপাশি, প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিয়েও যেশ সমীহ শোনা গেল বিনো জর্জের মুখে। জানালেন, এটাই ইউনাইটেড কলকাতার প্রিমিয়ার ডিভিশনে প্রথম বছর হলেও তারা দুরন্ত ফুটবল উপহার দিয়েছে। এরপরেই বিনো বলেন, যে কোনও দলই ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে নিজেদের সেরা খেলাটা খেলতে মরিয়া থাকে। তাই, গ্রুপ 'এ' থেকে শীর্যস্থানে শেষ করলেও ম্যাচটা তাদের জন্য খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন বিনো।
চোটের জন্য নেই সৌভিক, সায়ন, দেবজিৎ
এদিকে, এই ম্যাচে গোড়ালির চোটের জন্য তিনি পাবেন না অভিজ্ঞ বাঙালি মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীকে। শুধু এই ম্যাচেই নয়, সুপার সিক্সের বাকি ম্যাচগুলোতেও তাঁর খেলার সম্ভাবনা বেশ কম। তাছাড়াও কার্ড সমস্যায় ইউনাইটেড কলকাতা ম্যাচে খেলবেন না সায়ন ব্যানার্জি ও গোলরক্ষক দেবজিৎ মজুমদার। তবে, চোট সারিয়ে এই ম্যাচে দলে ফিরতে পারেন স্ট্রাইকার জেসিন টিকে। কিন্তু এই ম্যাচে তাঁর শুরু থেকে খেলার সম্ভবনা বেশ কম। যদিও, আপাতত এইসমস্ত বিষয় নিয়ে খুব একটা ভাষতে রাজি নন তিনি। বিনোর মতে, ৯০ মিনিটের লড়াই শেষে যে দল ভালো খেলতে পারবে তারই জিতবে। এদিনের অনুশীলনে বেশ খোশমেজাজেই দেখা গেল তাঁকে। ফুটবলারদের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে তুলতে অনুশীলনের শুরুতে বিশেষ প্রস্তুতি করালেন তিনি।
এদিকে, ঘরের মাঠে খেলা হলেও বাড়তি সুবিধার কথা কোনওভাবেই মানতে রাজি নন ইস্টবেঙ্গল কোচ বিনো। অনুশীলন শেষে বিষয়টি নিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ সবে তৈরি হয়েছে। ফলে, এখনও পুরোপুরি মাচ খেলার উপযুক্ত হয়ে ওঠেনি। বিষয়টি নিয়ে কোনও অজুহাত দিতে চান না তিনি। বলেন, সমস্যা হলে তা দুই দলের জন্যই হবে। একইসঙ্গে, ময়দানে। ঘরোয়া লিগের খেলা ফিরে আসায় বেশ উচ্ছসিত বিনো। তাঁর মতে, সমর্থকদের জন্য এটা খুবই ভালো দিক। বিনো বলেন, সমর্থকরা দলের গুরুত্বপূর্ণ অংশ। যে কোনও ম্যাচকে তাঁরাই উপভোগ্য করে তোলেন। আর এরপরেই বিনো আশা প্রকাশ করছেন সুপার সিক্সের প্রথম ম্যাচে লাল-হলুদ সমর্থকদের মাঠ ভর্তি সমর্থন পাবেন তিনি। সেই সমর্থনকে সঙ্গী করেই প্রথম ম্যাচে জয় তুলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ।