ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল (East Bengal) আর কলকাতা লিগের (CFL 2025) সুপার সিক্সের মধ্যে এখন কেবল একটা সুতোর ব্যবধান। গ্রুপ 'এ'-র পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে শুক্রবার নৈহাটিতে কালীঘাট এমএসের (Kalighat MS) সঙ্গে ড্র করলেই সুপার সিক্সে পৌঁছে যাবে লাল-হলুদ। আর জিতলে শীর্ষে থাকবে।
কারণ, পুলিশ এসি (Police AC) ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। ইস্টবেঙ্গল ১০ ম্যাচে ২০ পয়েন্টে দাঁড়িয়ে। সুরুচি এবং কাষ্টমসের ১০ ম্যাচে ১৯ পয়েন্ট। আইএফএ-র নিয়ম অনুযায়ী, কলকাতা লিগের দুটি দল একই পয়েন্টে থাকলে প্রথমে গোল পার্থক্য দেখা হয়। ইস্টবেঙ্গল ড্র করলে পুলিশের সঙ্গে পয়েন্ট সমান হবে। কিন্তু গোল পার্থক্যে পুলিশকে টপকে সুপার সিক্সে যাবে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে সুরুচি এবং কাস্টমস নিজেদের শেষ ম্যাচ জিতে পয়েন্টের বিচারে ইস্টবেঙ্গলকে টপকে গেলেও বিনো জর্জের দলের পরের রাউন্ডে যাওয়া আটকাবে না। পাশাপাশি আর্মি রেড ম্যাচ না খেলায় সেই ম্যাচের পয়েন্টও পেয়ে যাবে সব দলই। সেই তালিকায় থাকছে ইস্টবেঙ্গলও।
কীভাবে দেখবেন ম্যাচ?
দুপুর তিনটের সময় শুরু হবে এই ম্যাচ। কলকাতা লিগের বাকি ম্যাচগুলোর মতো এই ম্যাচও দেখা যাবে এসএসইএন (SSEN) অ্যাপে। তবে ফ্রিতে এই ম্যাচ দেখার সুযোগ নেই। কারণ এই ম্যাচ দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে এই অ্যাপ।
তবে এত সমীকরণ মাথায় রাখছে না ইস্টবেঙ্গল। জেতার লক্ষ্য নিয়েই তারা শুক্রবার নৈহাটিতে নামবে লাল-হলুদ বাহিনী। যে ৬ জন সিনিয়র ফুটবলার গত ম্যাচে খেলেছিলেন, তাঁরা কালীঘাটের বিরুদ্ধেও খেলবেন। তবে কার্ড সমস্যার জন্য নেই বিক্রম প্রধান। চোট কাটিয়ে দীর্ঘদিন পর ফেরা মনোতোষ মাঝি আবার চোট পেয়েছেন। ইস্টবেঙ্গল কোচ বিনো বলছেন, 'কলকাতা লিগকে আমাদের ম্যানেজমেন্ট যথেষ্ট সম্মান করে। তাই এই লিগ আমার কাছে গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য থাকবে, এই ম্যাচ জেতা এবং পরের রাউন্ডে যাওয়া। আর সিনিয়র ফুটবলারদের এখন ম্যাচ নেই। তাই তাদের খেলাতেও কোনও সমস্যা নেই।'
অন্যদিকে, বিপক্ষ কালীঘাটের ১ ম্যাচে ১ পয়েন্ট। তাদের কোচ দীপঙ্কর বিশ্বাস বলছেন, 'বড় দলের বিরুদ্ধে ম্যাচ। ফুটবলারদের তাগিদ বেশি থাকবে সেটাই স্বাভাবিক। আশা করি ওরা ভাল খেলবে।' দলে রয়েছেন বিবেক সিং, বিদ্যানন্দ সিংয়ের মতো অভিজ্ঞ ফুটবলাররা। ফলে লড়াই বেশ কঠিন হবে বলেই মনে করছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।