কলকাতা লিগে না খেলেই সুপার সিক্সে চলে গেল অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি। শুক্রবার সাদার্ন সমিতি তাদের দল ডায়মন্ড হারবার এফসি’র বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ না নামানোর সিদ্ধান্ত নেওয়ায় অভিষেকের দল চলে যাচ্ছে সুপা সিক্সে। এর পরেই নানা সন্দেহ দেখা দিয়েছে। রাজ্যের শাসক দলের চাপের কাছেই কি মাথা নত করল আইএফএ সহ সভাপতির দল?
কলকাতা ময়দানে রাজনীতির প্রভাব অস্বীকার করার কোনও জায়গা নেই। ফলে এই প্রশ্ন স্বাভাবিক ভাবেই উঠতে শুরু করে দিয়েছে। যদিও এ ব্যাপারে মুখ খুলতে নারাজ কেউই। সাদার্ন সমিতি এই ম্যাচ না খেললে, পুরো পয়েন্ট পেয়ে যাবে ডায়মন্ড হারবার। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট হয়ে যাবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের দলের। ফলে পয়েন্ট টেবলে ভাবনীপুরকে পিছনে ফেলে প্রথম তিনে ঢুকে পড়বে ডায়মন্ড হারবার।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবারকে চিঠি দিয়ে এই ম্যাচ না খেলার কথা জানিয়ে দেয় আইএফএ। বাংলার ফুটবল নিয়ামক সংস্থা ওই চিঠিতে লেখে, ‘সাদার্ন সমিতি আমাদের জানিয়েছে, তারা শুক্রবারের ম্যাচে দল নামাতে পারবে না। আপনাদের অনুরোধ করা হচ্ছে, সাদার্নের বিরুদ্ধে ম্যাচে আপনারাও দল নামাবেন না।’
মঙ্গলবার ভবানীপুর প্রথমে জানায় তারা ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে শেষ ম্যাচে দল নামাতে পারবে না। কিন্তু প্রায় গভীর রাতে নাটকীয় ভাবে সিদ্ধান্ত বদলে ভবানীপুর খেলার সিদ্ধান্ত নেয়। ভবানীপুর যদি বুধবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে না খেলত, তা হলে সেদিনই পরের রাউন্ডে চলে যেত ডায়মন্ড হারবার। তবে তা হয়নি। এরপরেই সাদার্ন সমিতির এই সিদ্ধান্ত একটুও অবাক করেনি ফুটবলপ্রেমীদের।
এমনিতেই সুপার সিক্সে ওঠার জন্য মাত্র ১ পয়েন্ট দরকার ছিল ডায়মন্ড হারবারের। এর মধ্যে সাদার্ন সমিতি দল না নামানোয় আর কোনও পয়েন্টের দরকার নেই অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাবের। মোহনবাগান সুপার জায়েন্ট আগেই ছিটকে গিয়েছে। মহমেডান স্পোর্টিং ক্লাব লড়াই করছে অবনমন থেকে বাঁচার। একমাত্র ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সুপার সিক্সে উঠেছে।
কীভাবে অবনমন বাঁচাতে পারে মহমেডান
১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপে দশম স্থানে রয়েছে মহমেডান স্পোর্টিং। তারা নামবে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে। মহমেডানের লড়াই রীতিমতো ‘ডু অর ডাই’।