CFL 2025: খেলতে এল না সাদার্ন, অবনমন এড়িয়ে গেল মহমেডান?

কলকাতা লিগের অবনমন পর্বের প্রথম ম্যাচে খেলতে এল না সাদার্ন সমিতি। মহমেডান স্পোর্টিং পুরো পয়েন্ট পায় কিনা সেটা এখন দেখার। ব্যারাকপুরের স্টেডিয়ামে সাদা-কালো ব্রিগেড নামলেও, খেলতেই আসেনি সাদার্ন।

Advertisement
খেলতে এল না সাদার্ন, অবনমন এড়িয়ে গেল মহমেডান?মহমেডান স্পোর্টিং

কলকাতা লিগের অবনমন পর্বের প্রথম ম্যাচে খেলতে এল না সাদার্ন সমিতি। মহমেডান স্পোর্টিং পুরো পয়েন্ট পায় কিনা সেটা এখন দেখার। ব্যারাকপুরের স্টেডিয়ামে সাদা-কালো ব্রিগেড নামলেও, খেলতেই আসেনি সাদার্ন। 

দুপুর সাড়ে ৩টে পর্যন্ত অপেক্ষাও করেন মহমেডান ফুটবলাররা। কেন রেলিগেশন পর্বের ম্যাচে দল নামায়নি সাদার্ন? এই ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল তিন পাতার দীর্ঘ চিঠি দিলেন আইএফএ’কে। সেখানে উল্লেখ করা হয়, ঘরোয়া লিগে ম্যাচ ফিক্সিং নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। আইএফএ সভা ডেকে সেই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত আগে না করে অবনমন বা চ্যাম্পিয়নশিপের রাউন্ডের খেলা করা যাবে না। 

তবে এ ব্যাপারে আগেই আইএফএ জানিয়ে দিয়েছিল, ম্যাচ ফিক্সিং নিয়ে পুলিশ তদন্ত করছে। সভা আমরা ডাকব। তবে সেটার জন্য খেলার দিন পরিবর্তন করা যাবে না। আমরা ম্যাচ আয়োজন করছি। তবে তাতেও খুশি ছিলেন না সাদার্ন কর্তা। অনড় থেকে তাঁর দাবি, 'আমরা খারাপ খেলেছি, নেমে যাব। তা নিয়ে কোনও ব্যাপার নয়। তবে ম্যাচ গড়াপেটার তদন্ত না হয়ে চ্যাম্পিয়নশিপ ও অবনমন রাউন্ডের খেলা হবে না।' 

সাদার্ন দল না নামানোয় কী শাস্তি হবে? তা ঠিক করবে লিগ কমিটির সদস্যরা। লিগ চলাকালীনও দল নামায়নি সাদার্ন। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে দল নামায়নি তারা। এর আগে মোহনবাগান সুপার জায়েন্ট মেজারার্স ম্যাচে নামেনি। মোহনবাগান ও সাদার্নের থেকে অর্জিত পয়েন্ট থেকে ২ পয়েন্ট কেটে নেওয়া হয়। সঙ্গে মেসারার্স ও ডায়মন্ড হারবারকে ওই ম্যাচের পুরো ৩ পয়েন্ট দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রেও তা হলে আর্মি রেডের পাশাপাশি অবনমন হতে পারে সাদার্নের। 

কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপের ম্যাচে ঘরের মাঠে প্রতিপক্ষ ইউনাইটেড কলকাতা এসসি। যেহেতু প্রতিটা দল এই রাউন্ডে মাত্র তিনটি করে ম্যাচ খেলবে, তাই প্রতিটা ম্যাচই এখন ফাইনাল। তবে, প্রথম ম্যাচের আগে ইস্টবেঙ্গল বেশ সমস্যায়। সিনিয়র আর জুনিয়রদের সঙ্গে নিয়ে দারুণ পারফর্ম করেছে ইস্টবেঙ্গল। তবে চ্যাম্পিয়নশিপের ম্যাচ নেই কয়েকজন সিনিয়র দলের ফুটবলার। 

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement