Diamond Harbour FC: ডুরান্ডে সামনে মহমেডান-মোহনবাগান, ক্লেটনকে দিয়েই ডিফেন্স ভাঙার ছক ডায়মন্ডহারবারের

এবার লক্ষ্য আই লিগ জিতে আগামী বছর দলকে আইএসএলের মঞ্চে তুলে আনা। আর সেই লক্ষ্যপুরনের মহড়াটা ডুরান্ড কাপ দিয়েই শুরু করতে চাইছে ডায়মন্ডহারবার এফসি। কোচ কিন্তু ভিকুনা থেকে ক্লাবের প্রথম বিদেশি ক্রেটন সিলভেইরা প্রত্যেকের নজরে এখন শতাব্দীপ্রাচীন এই প্রতিযোগিতা।

Advertisement
ডুরান্ডে সামনে মহমেডান-মোহনবাগান, ক্লেটনকে দিয়েই ডিফেন্স ভাঙার ছক ডায়মন্ডহারবারেরক্লেটন সিলভেইরা

এবার লক্ষ্য আই লিগ জিতে আগামী বছর দলকে আইএসএলের মঞ্চে তুলে আনা। আর সেই লক্ষ্যপুরনের মহড়াটা ডুরান্ড কাপ দিয়েই শুরু করতে চাইছে ডায়মন্ডহারবার এফসি। কোচ কিন্তু ভিকুনা থেকে ক্লাবের প্রথম বিদেশি ক্লেটন সিলভেইরা প্রত্যেকের নজরে এখন শতাব্দীপ্রাচীন এই প্রতিযোগিতা।

এতদিন ভারতীয় ফুটবলে যেসব স্তরে খেলেছে ডায়মন্ডহারবার, সেখানে বিদেশি ফুটবলার খেলানোর সুযোগ ছিল না। আই লিগে উঠে আসার পর প্রথমবার কোনও বিদেশি ফুটবলারকে দলে নিয়েছে তারা। সরকারি ঘোষণা অনুযায়ী, ক্লেটনই ক্লাবের ইতিহাসে প্রথম বিদেশি। মালয়েশিয়ার পেরাক এফসি থেকে আসা এই ব্রাজিলীয় ফরোয়ার্ডের লক্ষ্য ভারতে নিজের প্রথম মরসুম স্মরণীয় করে রাখা। আর তাঁর কাছে লক্ষ্যপূরণের প্রথম ধাপ ডুরান্ড কাপ। সেই টুর্নামেন্ট শুরুর আগে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জানিয়ে দিলেন, 'ডুরান্ডে গ্রুপে তিনটে ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে আমাদের। প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য ফাইনালে ওঠা। সেটা করতে পারলে ট্রফি জেতার চেষ্টা করব। কাজটা সহজ নয়। তবে আমি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে চাই। গোল করা, আসিস্ট করা, সতীর্থদের সঙ্গে বোঝাপড়া তৈরি করই আমার লক্ষ্য।'

এই শহরে যে তাঁর সমনামী এক ব্রাজিলীয় খেলে গিয়েছেন, বিলক্ষণ জানেন ডায়মন্ডহারবারের এই ফরোয়ার্ড। আসলে কলকাতায় আসার আগে তিনি ভারতীয় ফুটবল নিয়ে রীতিমতে খোঁজখবর নিয়েছেন এদেশে খেলে যাওয়া ব্রাজিলিয়ান ফুটবলারদের থেকে। তাঁদের থেকে পাওয়া অনুঘটকের কাজ করেছে বছর উনত্রিশের ক্লেটনের সিদ্ধান্তে। কোচ কিবুর সঙ্গে কথা বলেই ভারতে আসার সিদ্ধান্ত নেন তিনি। বলছিলেন, 'ডায়মন্ডহারবারের পরিকল্পনা আমার বেশ পছন্দ হয়েছে। বিশেষত কোচ আমাকে বিষয়টি ভালোমতো বুঝিয়ে দিয়েছেন। কোচের সঙ্গে কথা বলার পরই আমি এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। কিবু খুবই ভালো কোচ। অনেক গুরুদয়িত্ব সামলেছেন।' 

আবার ক্লেটনের জীবনপঞ্জি যে বেশ পছন্দ হয়েছে তাঁর, সে কথা গোপন করেননি কিবুও। স্প্যানিশ হেডস্যরের কথায়, 'ক্লেটনের সিভি দুর্দান্ত। ব্রাজিলে ভালো ভালো সব ক্লাবে খেলেছে। জাতীয় অনূর্ধ্ব ২৩ দলে খেলেছে, ছ'মাচে চারটে গোলও করেছে। তাছাড়া মালয়েশিয়ার লিগ এশিয়ার অন্যতম সেরা। সেখানে ও অনেক গোল করেছে। ফলে ওর মধ্যে সম্ভাবনা আছে। আপাতত ভারতের মাটিতে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। তবে ও দলে আসার আমি সত্যিই খুশি। ডুরান্ডের জন্য ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছে ডায়মন্ডহারবার। যদিও ক্লেটন ছাড়া আর কোনও বিদেশি আসেননি। কিবু জানিয়েছেন, ককিদের দ্রুত নিয়ে আসার চেষ্টা করছে দল।
 

Advertisement

POST A COMMENT
Advertisement