Diamond Harbour FC: ডায়মন্ড হারবারকে ISL-এ দেখতে চান নর্থ ইস্ট কোচ পেড্রো বানালি

লুকা মাজসেনদের লড়াইকে ছোট করে দেখার কোনও সুযোগ নেই। ইতিমধ্যেই ভারতীয় ফুটবলে নিজেদের প্রতিষ্ঠিত করেছে ডায়মন্ড হারবার। আর এবার বড় সার্টিফিকেট পেয়ে গেল তারা। নর্থ ইস্ট কোচ পেড্রো বানালি মনে করেন, ডায়মন্ড হারবারকে আইএসএল খেলার ছাড়পত্র দেওয়া হোক।

Advertisement
ডায়মন্ড হারবারকে ISL-এ দেখতে চান নর্থ ইস্ট কোচ পেড্রো বানালিডায়মন্ড হারবার এফসি

অভিষেক মরসুমেই ডুরান্ড কাপে রানার্স হয়ে বিরাট চমক দিয়েছে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি। ফাইনাল ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে বড় ব্যবধানে হারতে হলেও, লুকা মাজসেনদের লড়াইকে ছোট করে দেখার কোনও সুযোগ নেই। ইতিমধ্যেই ভারতীয় ফুটবলে নিজেদের প্রতিষ্ঠিত করেছে ডায়মন্ড হারবার। আর এবার বড় সার্টিফিকেট পেয়ে গেল তারা। নর্থ ইস্ট কোচ পেড্রো বানালি মনে করেন, ডায়মন্ড হারবারকে আইএসএল খেলার ছাড়পত্র দেওয়া হোক।

আই লিগ ৩ এবং ২ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যোগ্যতা অর্জন করেছে কিন্তু ভিকুনার দল। ডুরান্ড কাপ ফাইনালে সীমিত  শক্তি নিয়েও শেষ পর্যন্ত আলাদিনদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন জবি জাস্টিন, রবিলাল মান্ডিরা। আর তাই ডায়মন্ড হারবার এফসির কৃতিত্বকে ছোট করে দেখতে চাইছেন না নর্থইস্ট ইউনাইটেড এফসির কোচ জুয়ান পেদ্রো বেনালি। দুই স্প্যানিশ কোচের মস্তিস্কের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন পেদ্রো। কিন্তু ম্যাচ শেষে তিনি বলেন, 'ডায়মন্ড হারবার দুর্দান্ত লড়াই করেছে। যোগ্য দল হিসাবেই ওরা ফাইনাল খেলেছে। খুব তাড়াতাড়ি আমি ওদের আইএসএলে দেখতে চাই।'

অন্যদিকে, দলে মাত্র দুই বিদেশি ফুটবলার নিয়েও যেন জীবন বাজি রেখেছিলেন কিবু ভিকুনা। গ্রুপ স্টেজে মোহনবাগানের বিরুদ্ধে পাঁচ গোল হজমের পর, অনেকেই ধরে নিয়েছিলেন এই দল নকআউটে যাবে না। অসাধ্য সাধন করেছে ডায়মন্ড হারবার এফসি। কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসি এবং সেমিফাইনালে শক্তিশালী ইস্টবেঙ্গলকে হারিয়ে অভিষেক মরশুমেই ফাইনালে জায়গা করে নেওয়া, কম কথা নয়। তবে শেষরক্ষা হয়নি। অভিজ্ঞতার অভাব আর আত্মতুষ্টিই যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে কিবু ভিকুনার জন্য। তবে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আত্মতুষ্টি শব্দটা শুনেই হেসে উঠলেন স্প্যানিশ কোচ। বললেন, 'ওরা ভালো খেলেছে। আমাদের কিছু ভুল হয়েছে। সেগুলো শুধরে নিতে হবে। তবে আমরা হেরে গিয়েছি, হারিয়ে যাইনি। সামনে আরও বড় প্রতিযোগিতা। সবটা গুছিয়ে নিয়ে আবার মাঠে নামতে চাই।' ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে ট্রফি হাতছাড়া করলেও, কিবুর চোখে এবার আই লিগ জয়েত স্বপ্ন।

Advertisement

দিয়েছেন সাংসদ অভিষেক ব্যানার্জিও। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, 'প্রথমবার ডুরান্ড কাপে অংশ নিয়েই আমরা ফাইনালে পৌঁছেছি। সবার ভালবাসা, সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না। তবে ফুটবলাররা সবটা উজাড় করে লড়াই করার পরেও আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। তবে এটা শেষ নয়। শুরু। এখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের দুর্বলতাগুলোকে আমরা শক্তিতে পরিণত করব।' দলের কর্তা আকাশ ব্যানার্জিও বলছেন, 'এভাবে হারব আশা করিনি।

POST A COMMENT
Advertisement