Dimitri Petratos: অস্ট্রেলিয়া ক্রিকেটে কঠিন সময়, হাল ধরবেন মোহনবাগানের দিমি?

চ্যাম্পিয়ন্স ট্রাফির (ICC Champions Trophy 2025) সেমিফাইনাল ম্যাচে ভারতের (India vs Australia) বিরুদ্ধে হেরে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। ক্যাপ্টেন স্টিভ স্মিথ (Steve Smith) একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন ম্যাচের পর পরই। কলকাতায় বসে হাত কামড়াতে হয়েছে দিমিত্রি পেত্রাতোসকে (Dimitri Petratos)। মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) এই স্ট্রাইকার যে ক্রিকেটেও দারুণ দক্ষ তা জানতেন মেরিনার্সরা?

Advertisement
অস্ট্রেলিয়া ক্রিকেটে কঠিন সময়, হাল ধরবেন মোহনবাগানের দিমি?ব্যাট হাতে দিমিত্রি পেত্রাতোস

চ্যাম্পিয়ন্স ট্রাফির (ICC Champions Trophy 2025) সেমিফাইনাল ম্যাচে ভারতের (India vs Australia) বিরুদ্ধে হেরে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। ক্যাপ্টেন স্টিভ স্মিথ (Steve Smith) একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন ম্যাচের পর পরই। কলকাতায় বসে হাত কামড়াতে হয়েছে দিমিত্রি পেত্রাতোসকে (Dimitri Petratos)। মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) এই স্ট্রাইকার যে ক্রিকেটেও দারুণ দক্ষ তা জানতেন মেরিনার্সরা?

সেটাই দেখা গেল মোহনবাগান সুপার জায়েন্টের করা পোস্টে। ব্যাট হাতে মহড়ায় নেমেছেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। যেন, তিনিই অস্ট্রেলিয়ান ক্রিকেটের খারাপ সময় হাল ধরতে চান। কলকাতায় এসে দ্বিতীয়বার আইএসএল লিগ শিল্ড জিতেছেন। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় গোল করেছেন। তবে তিনি ক্রিকেটটাও যে চুটিয়ে খেলতে তা বোঝা গেল ছোট্ট ভিডিওতে। শ্যাডো করে দেখিয়ে দিলেন কীভাবে বল মাঠের বাইরে পাঠাতে হয়।

মোহনবাগান জনতার মন জয় করে নিয়েছেন আগেই। গত দুই বছর কখনও দত্তাবাদের ছোট ছোট ছেলেদের ফুটবল খেলতে দেখে নেমে পড়া, বা তাদের সঙ্গে সেলফি। তিনি নামলেই, 'দিমি দিমি' চিৎকারে যুবভারতীতে কান পাতা দায়। তাঁর জনপ্রিয়তা এতটাই যে ছুটে আসেন চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল সমর্থকরাও। ওঠে সেলফির আবদার। বড় অঙ্কের অফার থাকলেও, ভারতের কোনও ক্লাবে খেলে মোহনবাগানকে বিপদে ফেলতে চাইবেন না বলে জানিয়ে দেওয়ার পর, সবুজ-মেরুন জনতা তাঁকে আপন করে নিয়েছে। অনেকে তো বলছেন, সুব্রত ভট্টাচার্য, হোসে রামিরেজ ব্যারেটো, সনি নর্দের পর মোহনবাগানের ঘরের ছেলে পেত্রাতোস।

কর্পোরেট যুগে, চরম পেশাদার ফুটবলারদের মধ্যেও আবেগকে গুরুত্ব দেওয়া দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে আহ্লাদিত সবুজ-মেরুন জনতা। তিনি শেষ পর্যন্ত ব্যারেটো বা সনিদের ছুঁতে পারবেন কিনা তা সময় বলবে। তবে ওড়িশা ম্যাচে তাঁর গোলটাই শিল্ড এনে দিয়েছে ক্লাবকে।  শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের সামনে এফসি গোয়া। সেই ম্যাচের পরেই লিগ শিল্ড ট্রফি হাতে পাবে মোহনবাগান। ফলে শেষ ম্যাচে বাড়তি তাগিদ নিয়ে খেলতে নামবেন পেত্রাতোসরা। ভরা গ্যালারি থেকে ফের ভেসে আসবে 'দিমি দিমি' চিৎকার।    

Advertisement

POST A COMMENT
Advertisement