scorecardresearch
 

Durand Cup 2024 Mohun Bagan: শুভাশিস-ম্যাকলরেনকে ডুরান্ড ফাইনালে পাবে মোহনবাগান? এল বড় আপডেট

ডুরান্ড কাপের (Durand Cup 2024) সেমিফাইনালে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ক্যাপ্টেন শুভাশিস বসু (Subhasish Bose)। বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে ম্যাচ জিতে ডুরান্ড ফাইনালে দল পৌঁছে গেলেও সবুজ-মেরুন সমর্থকদের চিন্তা ছিল শুভাশিসের চোট নিয়ে। তিনি কি নর্থ-ইস্টের (North East United FC) বিরুদ্ধে ফাইনালে খেলতে পারবেন? উঠে যাওয়ার পর ডাগআউটে তাঁকে হাটুতে বরফ লাগাতে দেখে আশঙ্কা আরও বাড়ে। সূত্রের খবর, ৩১ আগস্ট ফাইনাল ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে যাবেন।

Advertisement
মোহনবাগান দল মোহনবাগান দল

ডুরান্ড কাপের (Durand Cup 2024) সেমিফাইনালে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ক্যাপ্টেন শুভাশিস বসু (Subhasish Bose)। বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে ম্যাচ জিতে ডুরান্ড ফাইনালে দল পৌঁছে গেলেও সবুজ-মেরুন সমর্থকদের চিন্তা ছিল শুভাশিসের চোট নিয়ে। তিনি কি নর্থ-ইস্টের (North East United FC) বিরুদ্ধে ফাইনালে খেলতে পারবেন? উঠে যাওয়ার পর ডাগআউটে তাঁকে হাটুতে বরফ লাগাতে দেখে আশঙ্কা আরও বাড়ে। সূত্রের খবর, ৩১ আগস্ট ফাইনাল ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে যাবেন।

ম্যাচ শেষে কী জানান শুভাশিস?
ম্যাচ শেষে বেরিয়ে যাওয়ার সময় শুভাশিস সাংবাদিকদের সামনে এসে বলেন, 'চোটের অবস্থা কী তা এখনই বলতে পারব না। ডাক্তাররা দেখছেন, কাল-পরশু বুঝতে পারব।' আরও একটা ট্রফির সামনে দাঁড়িয়ে মোহনবাগান (Mohun Bagan)। তবে এতে নতুন কিছু দেখছেন না মোহনবাগান ক্যাপ্টেন। সবুজ-মেরুন ব্রিগেড ট্রফি জিততেই নামে বলে জানিয়ে দিলেন তিনি। বলেন, 'মোহনবাগান ট্রফি জেতার জন্যই নামে। এভাবেই সমর্থকদের আশা পূর্ণ করে যেতে হবে। আমরা সেটাই চেষ্টা করব।' 

খেলতে পারবেন ম্যাকলরেন?
জেমি ম্যাকলরেনকে (Jamie Maclaren) ফাইনালে জোসে মলিনা পাবেন কিনা তা নিয়ে এখনও পরিস্কার নয়। তবে ম্যাকলরেনকে ছাড়াও যে ফর্মে রয়েছে মোহনবাগান, তাতে ফাইনালে নর্থইস্টকে হারাতেও খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছে সবুজ-মেরুন শিবির। তার পাশাপাশি ফাইনাল ম্যাচ হবে কলকাতায়, ফলে সমর্থকদের সমর্থনও পাবে দল।

আরও পড়ুন

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরে মোহনবাগান। সতীর্থদের এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন ক্যাপ্টেন। শুভাশিস বলেন, 'দারুণ লড়াই করে ফিরে এসেছে। দিব্যেন্দু বিশ্বাসকে নামিয়েছে অসাধারণ খেলেছে। শুধু ও নয়, প্রত্যেকেই দারুণ খেলেছে। দল হিসেবে আমরা জিতেছি। আমি গর্বিত এই দলের সদস্য হতে পেরে।' 
 

Advertisement

আরজি কর কাণ্ডে ফের সরব শুভাশিস
শুধু তাই নয়, আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদেও ফের সরব হলেন শুভাশিস। ম্যাচ শেষে ক্যাপ্টেন বলেন, 'রাজ্য সেফ থাকুক। দেশে মহিলারা সেফ থাকুক। এটাই চাই। চাইব যারা এমন কাজ করেছেন তাদের কঠোর শাস্তি হোক। কঠোর মানে এমন হোক, যাতে বাকিরা এমন করতে ভয় পায়।' পাশাপাশি তিনি এও বলেন, 'মহিলাদের জন্য আরও সেফ হোক।'

Advertisement