Durand Cup 2025: ডেবিউ ম্যাচে স্কোর বিপিনের, ৫ গোলে জয় দিয়ে মরসুম শুরু ইস্টবেঙ্গলের

ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল। ৫-০ গোলে জয় পেল লাল-হলুদ।  সবচেয়ে বড় কথা হল, অভিষেক ম্যাচেই গোল পেলেন বিপিন সিং। তাঁর পাস থেকে গোল করেন মহেশও। পাশাপাশি দীর্ঘদিন পর গোল পান ডিমানটাকোসও। ফলে দারুণ ফল ইস্টবেঙ্গলের।

Advertisement
ডেবিউ ম্যাচে স্কোর বিপিনের, ৫ গোলে জয় দিয়ে মরসুম শুরু ইস্টবেঙ্গলেরইস্টবেঙ্গল

ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল। ৫-০ গোলে জয় পেল লাল-হলুদ।  সবচেয়ে বড় কথা হল, অভিষেক ম্যাচেই গোল পেলেন বিপিন সিং। তাঁর পাস থেকে গোল করেন মহেশও। পাশাপাশি দীর্ঘদিন পর গোল পান ডিমানটাকোসও। ফলে দারুণ ফল ইস্টবেঙ্গলের। 

এডমুন্ড লালরেন্ডিকা ১০ মিনিটে গোলের সুযোগ পেয়ে যান। তবে তাঁর হেড  ডেভিডের হাতে লেগে যাওয়ায় গোল হয়নি। ১২ মিনিটে মহেশের ডানদিক থেকে উঠে এসে ক্রস ডিফেন্ডার হেড করে বের করলেও, তা চলে যায় লালচুংনুঙ্গার পায়ে। তাঁর শট ক্রসবারে লেগে গোলে ঢুকে যায়। ১৯ মিনিটে সল ক্রেসপোর হেড অল্পের জন্য বাইরে চলে যায়। গোল খাওয়ার আগে অবধি বার কয়েক সাউথ ইউনাইটেড আক্রমণ তুলে আনলেও, লালচুংনুঙ্গার গোলের পর আর তা হয়নি। 

৩৭ মিনিটে ডেভিডকে বক্সের মধ্যে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোলকিপার নিশান্ত প্রাথমিক ভাবে আক্রমণ সামাল দিলেও, ফিরতি বল ধরে বক্সের মধ্যে এগিয়ে যেতে থাকেন ডেভিড। তাঁকে আটকাতে ফাউল করে বসেন সাউথ ইউনাইটেড ডিফেন্ডার। সামনেই থাকা রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সল ক্রেসপো সেখান থেকে গড়ানো শটে গোল করেন।

 

২ গোলে এগিয়ে যাওয়ার পরেও, আক্রমণের ঝাঁজ কমেনি লাল-হলুদের। বিষ্ণুর শটও বারে লেগে ফেরে। প্রথমার্ধের শেষ মিনিটে মহেশের শট নিশান্তের গায়ে লেগে ফেরে। ফিরতি বল ছুঁতেই পারেননি ইস্টবেঙ্গলের কোনও ফুটবলার। দ্বিতীয়ার্ধের শুরু থেকে প্রান্ত বদল হলেও, খেলায় কোনও বদল আসেনি। কারণ আক্রমণের ঝাঁজ বজায় রেখেছিল ইস্টবেঙ্গল। নাওরেম মহেশের ডি বক্সের সামনে থেকে নেওয়া শট বাইরে চলে যায়। 

প্রথম ম্যাচে নেমেই গোল করে ফেললেন বিপিন সিং। পাশাপাশি গোল পেলেন দিমিত্রিয়াস ডিমানটাকোস। বাঁ পায়ের জোরাল গড়ান শট নিশান্তের গায়ে লেগে গোলে চলে যায়। মহেশ সিং, বিপিনের কর্নার থেকে দেওয়া পাসে জোরাল শটে গোল করেন মহেশ।    

Advertisement

POST A COMMENT
Advertisement