Durand Cup 2025 East Bengal: ডুরান্ডে বিদেশিদের খেলাবে ইস্টবেঙ্গল, কবে অভিষেক রশিদদের?

ডুরান্ড কাপ শুরু হচ্ছে মাত্র ৫ দিনের মধ্যেই। প্রথম ম্যাচে হয়ত দেখা যাবে না ইস্টবেঙ্গলের কোনও বিদেশিকে। ২৩ জুলাই সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। সেটাই ডুরান্ডের প্রথম ম্যাচ। এরপর ৬ অগাস্ট দ্বিতীয় ম্যাচ নামধারী এফসি-র বিরুদ্ধে। সেই ম্যাচে খেলতে দেখা যেতে পারে বিদেশিদের।

Advertisement
ডুরান্ডে বিদেশিদের খেলাবে ইস্টবেঙ্গল, কবে অভিষেক রশিদদের? মহম্মদ রশিদ

ডুরান্ড কাপ শুরু হচ্ছে মাত্র ৫ দিনের মধ্যেই। প্রথম ম্যাচে হয়ত দেখা যাবে না ইস্টবেঙ্গলের কোনও বিদেশিকে। ২৩ জুলাই সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। সেটাই ডুরান্ডের প্রথম ম্যাচ। এরপর ৬ অগাস্ট দ্বিতীয় ম্যাচ নামধারী এফসি-র বিরুদ্ধে। সেই ম্যাচে খেলতে দেখা যেতে পারে বিদেশিদের।

কবে আসছেন সিবিলে, মিগুয়েলরা?
আজ কলকাতায় পা রাখছেন সিবিলে। ২০ তারিখ আসবেন মিগুয়েল ফেরেরা। হামিদও হয়ত কিছুদিনের মধ্যেই এসে পড়বেন। ইতিমধ্যেই শহরে দিমিত্রিয়াস ডিমানটাকোস ও মহম্মদ রশিদ। তবে সল ক্রেসপো কবে আসবেন সে ব্যাপারে কোনও খবর পাওয়া যায়নি। ফলে প্রথম ম্যাচে কোনও বিদেশির পক্ষে নামাই কিছুটা কঠিন।

ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের লক্ষ্য ট্রফি জয়। কলকাতা লিগের সঙ্গে চলা এই টুর্নামেন্টে সে কারণেই ঝাঁপাতে চাইছে লাল-হলুদ। মোহনবাগান সুপার জায়েন্ট বিদেশিদের খেলানো নিয়ে আপত্তির কথা জানালেও, ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছে, তারা বিদেশি ফুটবল খেলাবেন। লাল-হলুদ শীর্ষকর্তা অনুশীলনের পরেই এ কথা স্পষ্টভাবে জানিয়ে দেন। 

বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিট নাগাদ রশিদের বিমান নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা থাকলেও, সেটি দেরিতে ছাড়ায় শেষ পর্যন্ত প্রায় দুখঘন্টা পার কলকাতায় পৌঁছান পালেস্টাইন মিডফিল্ডার। করে তারপরেও তাঁকে বরণ করতে বিমানবন্দরে হাজির ছিলেন প্রায় শঃদড়েক লাল-হলুদ সমর্থক। তিনি বিমানবন্দর থেকে বোরাতেই তাঁকে স্কুল এবং উত্তরীয় দিয়ে অভ্যর্থনা জানান লাল-হলুদ সমর্থকেরা। ওঠে জয়ধ্বনি, হাতে প্যালেস্তাইনের পতাকা।

সেই ভিড় সামাল তাঁকে নিয়ে কোনওরকমে টিম হোটেলে পাঠানো হয়। অন্যদিকে গভীর রাতে ডিমানটাকোষ যখন পৌঁছ্যালন তখন বিমানবন্দরে উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন সমর্থক। তবে এক বছর আগেও ছবিটা এমন ছিল না। সেই সময় তাঁকে দেখতেও বিমানবন্দার সমর্থকদের চলা নেমেছিল। যদিও গত মরসুমে নিজেকে সেভাবে দোল ধরতে প্যারননি দিদি। সেই কারণেই হয়ত সমর্থকদের উন্মাদনা সেভাবে চোখে পড়ল না। শুক্রবার রাতে ডিমালটাকোসের সঙ্গেই শহরে চাল এলেন ইস্টবেঙ্গালর নতুন বিদেশি সহকারী কোচ আদ্রিয়ান করিও মার্টিনেজ। সূত্র মারফত জানা য্যাচ্ছ, দুই বিদেশিই সম্ভবত শুক্রবার অনুশীলনে উপস্থিত থাকবেন।   

Advertisement

POST A COMMENT
Advertisement