Durand Cup 2025 East Bengal: নামধারী ম্যাচেও নেই বিষ্ণু-সিবিলে, কবে নামবেন আর্জেন্টাইন ডিফেডার?

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বড় জয় ইস্টবেঙ্গলকে আত্মবিশ্বাস দিয়েছে। দ্বিতীয় ম্যাচে ৬ আগস্ট নামধারী এফসির বিরুদ্ধে মাঠে নামবে অস্কার ব্রুজোর দল। দ্বিতীয় ম্যাচেও সম্ভবত ভারতীয় রক্ষণের উপরে ভরসা করতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ। কারণ আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে শহরে এসে গেলেও সম্ভবত এখনই মাঠে নামার মতো জায়গায় নেই।

Advertisement
নামধারী ম্যাচেও নেই বিষ্ণু-সিবিলে, কবে নামবেন আর্জেন্টাইন ডিফেডার?কেভিন সিবিলে

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বড় জয় ইস্টবেঙ্গলকে আত্মবিশ্বাস দিয়েছে। দ্বিতীয় ম্যাচে ৬ আগস্ট নামধারী এফসির বিরুদ্ধে মাঠে নামবে অস্কার ব্রুজোর দল। দ্বিতীয় ম্যাচেও সম্ভবত ভারতীয় রক্ষণের উপরে ভরসা করতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ। কারণ আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে শহরে এসে গেলেও সম্ভবত এখনই মাঠে নামার মতো জায়গায় নেই। 
 
রবিবার দলের সঙ্গে সিবিলেকে অনুশীলন করতে দেখা গেল না। তিনি সময় কাটালেন সাইড লাইনে। অনুশীলনের পর ফিটনেস কোচ জ্যাভিয়ার স্যাঞ্চেজের সঙ্গে প্রায় মিনিট পনেরো কথা বলতে দেখা গেল সিবিলেকে। সূত্রের খবর, অনুশীলনে পিঠে হালকা চোট পেয়েছেন। তাই ঝুঁকি নিতে চাননি বলে রবিবার অনুশীলন করেননি। তবে, নামধারীর বিরুদ্ধে এমনিও অস্কারের ভাবনায় নেই তিনি। 

গত ম্যাচের ভারতীয় রক্ষণ অপরিবর্তিত থাকারই সম্ভাবনা। তবে, এই ম্যাচে ফেরার সম্ভাবনা প্রভসুখন সিং গিলের। ভবানীপুরের বিরুদ্ধে অনুশীলন ম্যাচের ছকেই বিদেশি মিডফিল্ডারকে একসঙ্গে খেলাতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ। বিষ্ণু পরের ম্যাচে নেই। তাই দুই উইংয়ে সম্ভবত বিপিন এবং মহেশ। আক্রমণে দিমিত্রিয়স। পরে আসবেন হামিদ আহাদাদ। 

তবে গ্রুপে শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করতে চাইবে ইস্টবেঙ্গল। ধারেভারে তুলনায় অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হলেও, নামধারীর খেলার ধরণ খুব পতিচিত নয়। ফলে সতর্ক হয়ে নামতে চান অস্কার। ভবানীপুর ম্যাচে দল ভাল খেলেছে। অনুশীলন শেষে হেড কোচ অস্কার বলেন, 'এ বছরের দল নিয়ে আমি যথেষ্ট বৃশি এবং আশাবাদী। তবে আমরা সবে শুরু করেছি। এখনই বেশি উচ্ছ্বসিত হতে চাইছি না। মাঠে প্রমাণ করতে চাই।'

রবিবার কলকাতা লিগের ম্যাচে পুলিশ এসির বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক হাতছাড়া করল ইস্টবেঙ্গল। ব্যারাকপুরে ০-২ গোলে হেরে মাঠ ছাড়ল বিনো জর্জের দল। শেষ ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও, এই ম্যাচে একেবারেই ছন্দে দেখা যায়নি ইস্টবেঙ্গল ফুটবলারদের। পুলিশ এসির হয়ে এদিন গোল পেয়েছেন মহম্মদ আমিল নাঈম এবং মৃন্ময় মহাপাত্র। চলতি কলকাতা লিগে মোহনবাগানকেও হারিয়েছে এই পুলিশ এসি।

Advertisement

POST A COMMENT
Advertisement