আজ ডুরান্ড ফাইনালে মুখোমুখি ডায়মন্ড হারবার এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এই ম্যাচে নামার আগে ভালো খবর পেয়ে গেল ডায়মন্ডহারবার শিবির। সেমিফাইনালে পাঁজরে চোট পাওয়া হোলিচরণ নার্জারিকে মাঠ থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যা খবর, তাঁর চোট বিশেষ গুরুতর নয়। রাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। তবে হোলিচরণের ফাইনাল খেলার বিষয়টি নির্ভর করছে ফিজিও-র ছাড়পত্রের উপর।
কোথায় কীভাবে দেখবেন ফাইনাল?
সন্ধ্যা সাতটা থেকে শুরু এই ফাইনাল ম্যাচ। সোনি স্পোর্টসে লাইভ দেখা যাবে এই ফাইনাল ম্যাচ। তবে লাইভ স্ট্রিমিং দেখতে হলে সোনি লিভ ইনস্টল করতে হবে। পাশাপাশি সাবস্ক্রাইবও করতে হবে। জিও টিভি অ্যাপ থাকলে যদিও ফ্রিতে দেখতে পারবেন এই ম্যাচ।
জয় ছাড়া কিছুই ভাবছে না ডায়মন্ড হারবার
শুধু কোচ কিবু নয়, ফাইনালে ওঠার পর ডুরান্ড জয় ছাড়া ভিন্ন ভাবনা নেই ফুটবলারদের মধ্যেও। লুকা মায়সেন যেমন। যুবভারতী ছাড়ার আগে স্লোভেনিয়ার ফরোয়ার্ড বলছিলেন, 'আমাদের মূল লক্ষ্য এবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ডায়মন্ডহারবার এফসি-কে আইএসএলে তুলে আনা। সেই লড়াইয়ের প্রস্তুতি হিসাবে আমরা ডুরান্ডে খেলতে নামি। এবার আমরা ফাইনালে উঠে এসেছি। সর্বোচ্চ পর্যায়ে ট্রফি জেতার সুযোগ রয়েছে আমাদের। সেটা হাতছাড়া করতে চাই না।' এর আগে পাঞ্জাব এফসি-কে আইএসএলে তুলেছেন লুকা।
আলেদিনকে নিয়ে প্ল্যান কিবুর
প্রতিপক্ষ নর্থ ইস্ট শুধুই আইএসএলের দল নয়। গতবার আইএসএল তৃতীয় স্থান পেয়েছিল। তার উপর দলে রয়েছে আলেদিনের মতো প্রবল গোলক্ষুধা থাকা উইঙ্গার। যে এখনও পর্যন্ত ৭ গোল করে ডুরান্ডের সর্বোচ্চ গোলদাতা। গত মরসুমের আইএসএলে ২৩ গোল করে ছিলেন সর্বোচ্চ গোলদাতা। যা এক মরসুমে সর্বোচ্চ গোল করার আইএসএলের ইতিহাসে রেকর্ড। ফলে এ হেন ফুটবলার যদি প্রতিপক্ষ দলে থাকে, তাহলে ডায়মন্ডহারবার কোচ নিশ্চিন্তে থাকেন কী করে? এদিন প্র্যাকটিসের আগে কিবু সাংবাদিক সম্মেলনে আলেদিন নিয়ে বলছিলেন, 'দুর্দান্ত গোলস্কোরার। ফলে আমাদের নজর ওর উপরে থাকবেই। আলেদিনকে কীভাবে আটকাতে হবে, তা নিয়ে আমাদের পরিকল্পনাও হয়েছে। তবে নর্থ-ইস্টে একমাত্র আলেদিনই ভালো ফুটবলার নন। ওদের ডিফেন্ডার মাইকেল জাবাকো দারুণ ফর্মে রয়েছে। স্বাভাবিক ভাবেই আমাদের গোল পেতে গেলে জাবাকোকে পরাস্ত করতে হবে। সঙ্গে নর্থ-ইস্টের ভারতীয় ফুটবলার রিক্রুটও দারুণ হয়েছে। ওদের গোলকিপার গুরমিত সিংও আপাতত দেশের অন্যতম সেরা গোলকিপার।'