বৃহস্পতিবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ডুরান্ড কাপ অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। মরসুমের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বিদেশিহীন সাদা-কালো ব্রিগেডকেও সমীহ করছে সবুজ-মেরুন। অন্যদিকে, মোহনবাগানও বিদেশি ফুটবলার ছাড়াই প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে।
মহামেডানের বিরুদ্ধে অনিশ্চিত মনবীর সিং। বুধবার শেষ মুহূর্তের প্রস্তুতিতে মূল দলের সঙ্গে অনুশীলন করলেন না তিনি। পাশাপাশি, সাইডলাইনেই রিহ্যাব সারলেন শুভাশিস বোস। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন বিশাল কাইথ। গত মরশুমে দুরস্ত ছন্দে ছিল মোহনবাগান। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় হোসে মোলিনার দলের। এবার ট্রফি জয়ের লক্ষ্যই নামবে সবুজ-মেরুন ব্রিগেড।
মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে বুধবার সাংবাদিক সম্মেলনে বাস্তব রায় বলেন, 'আমরা মাঠে নামার জন্য তৈরি। তবে মহামেডান অত্যন্ত শক্তিশালী দল। বিদেশি ফুটবলার ছাড়াই ওরা প্রথম ম্যাচ খুব ভালো খেলেছে। এটা আমাদের জন্য একটা বড় সালেঞ্জ।' অন্যদিকে, প্রথম ম্যাচের অধিনায়ক বিশাল কাইথ বলেন, 'প্রতিবারের মত এবারেও নতুন কিছু করতে চাই। গত মরশুমে আমরা ডুরান্ড কাপ জিততে পারিনি। এবারে সেটাই মূল লক্ষ্য।'
ডুরান্ড কাপের জন্য সিনিয়র-জুনিয়র কম্বিনেশনে দল গড়লেও, মূলত বড়দের উপরেই বেশি ভরসা রাখছেন বাস্তব রায়। প্রথম একাদশে দুই স্টপার হতে পারেন দীপেন্দু এবং টাংরি। রাইট ব্যাকে আশিস রাই, লেফট ব্যাকে বাগান জার্সিতে অভিষেক ঘটতে চলেছে অভিষেক সিংয়ের। তিন মিডফিল্ডার আপুইয়া, থাপা এবং সূর্যবংশী। দুই উইংয়ে লিস্টন ও কিয়ান। আক্রমণভাগের সামনে থাকবেন সুহেল ভাট।
অন্যদিকে, নামের ভারে এগিয়ে থাকা মোহনবাগানকে অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ মহামেডান স্পোর্টিং। প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া সাল-কালো ব্রিগেড। মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার আগে মেহরাজউদ্দিন বলেন, 'মোহনবাগান বড় দল হলেও আমি আমার ফুটবল দর্শন নিয়েই মাঠে নামবো। এই ম্যাচ আমাদের জিততেও হবে।'