
ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালে ডার্বি। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। দলে নেই রশিদ। ফলে কিছুটা সমস্যায় লাল-হলুদ। মরসুমের প্রথম ডার্বি জিততে মরিয়া সবুজ-মেরুনও।
সেমিফাইনালে ইস্টবেঙ্গল
দারুণ জয় ইস্টবেঙ্গলের। দাপট দেখিয়ে জিতল লাল-হলুদ। ডুরান্ডের ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের, ডিমানটাকোসের জোড়া গোলে হার মোহনবাগানের। ম্যাচের ফল ২-১।
ব্যবধান কমালো মোহনবাগান
গোল করে গেলেন অনিরুদ্ধ থাপা। মুহূর্তের ভুলে গোল খেয়ে গেল ইস্টবেঙ্গল। পেনাল্টি বক্সের বাইরে থেকে শট সোজা গোলে। এখনও ২-১ গোলে এগিয়ে লাল-হলুদ।
ক্রসবারে লেগে ফিরল লিস্টনের শট
দারুণ ফ্রি কিক লিস্টনের। ক্রসবারে লেগে ফিরল বল।
সিবিয়ের তৎপরতায় বাঁচল ইস্টবেঙ্গল
সাহাল আব্দুল সামাদের শট গোলের সামনে থেকে বাঁচালেন সিবিয়ে।
গোল ডিমানটাকোসের
এ মরসুমে দারুণ ছন্দে গ্রীক ফুটবলার। ২ গোল ডিমানটাকোসের। এবার হাফ টার্নে গোল ডিমানটাকোসের। জার্সি খুলে সেলিব্রেশন। ইস্টবেঙ্গল এগিয়ে ২-০ গোলে।
সুযোগ নষ্ট সাহালের
কামিন্স আসতেই তৎপর মোহনবাগান। সুযোগ নষ্ট সাহালের।
কামিন্সকে নিয়ে এল মোহনবাগান
দ্বিতীয়ার্ধের শুরুতেই পাসাং দর্জি তামাংকে তুলে কামিন্সকে নামাল মোহনবাগান সুপার জায়েন্ট।
প্রথম শট মোহনবাগানের
আপুইয়ার শট অল্পের জন্য বাইরে। প্রথমবার কোনও সুযোগ তৈরি করল মোহনবাগান।
পেনাল্টি পেয়ে গেল ইস্টবেঙ্গল
বিপিন সিংকে ফেলে দেওয়ায় পেনাল্টি পেল ইস্টবেঙ্গল। ডিমানটাকোসের গোল। প্রথমার্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে লাল-হলুদ।
চোট পেয়ে বাইরে হামিদ
চাপে পড়ে যাচ্ছে মোহনবাগান
বারবার আক্রমণ তুলে আনছে লাল-হলুদ। এখনও খেলার ফল ০-০।
গোল মিস হামিদের
এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। দুরন্ত শট এডমুন্ডের। আদাত একটু সজাগ থাকলে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল।
শুরু গোল ম্যাচ
দুই দল দারুণ ছন্দে। ঘর গুছিয়ে আক্রমণে উঠে আসার চেষ্টায় দুই দলই।
ইস্টবেঙ্গলের দলে কারা?
প্রভসুকান সিং গিল, আনোয়ার আলি, সিবিলে, লালচুংনুঙ্গা, মহম্মদ রাকিপ, সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, জিকসন সিং, বিপিন সিং, এডমুন্ড লালরিনডিকা ও হামিদ আহদাদ।
মোহনবাগান দলে কারা খেলবেন?
বিশাল কাইথ (গোলকিপার), টেকচাম অভিষেক সিং, আলবার্তো রদ্রিগেজ, আশিস রাই, মনভীর সিং, দীপক ট্যাংরি, অভিষেক সূর্যবংশী, পাসাং দর্জি তামাং, লিস্টন কোলাকো, সুহেল ভাট, অনিরুধ থাপা।
ইস্টবেঙ্গল পাচ্ছে না রশিদকে
ইস্টবেঙ্গল কোচ হিসেবে প্রথম ডার্বি জিততেও মরিয়া অস্কার। কিন্তু ডার্বি ম্যাচে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে ইস্টবেঙ্গল শিবির। ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকেই নজর কেড়েছেন ইস্টবেঙ্গলের নবনিযুক্ত প্যালেস্তিনিও মিডফিল্ডার মহম্মদ রশিদ। তবে শুক্রবার রাতে তাঁর বাবা প্রয়াত হওয়ায়, তড়িঘড়ি দেশে ফিরতে হয়েছে রশিদকে। ডার্বি ম্যাচে খেলবেন না তিনি। ফলে রশিদ না থাকায়, মাঝমাঠে নির্ভরতা কে দেবেন, সেই নিয়ে চিন্তায় থাকবেন অস্কার ব্রুজো।
মোহনবাগান পাচ্ছে না মনবীরকে
ডার্বিতে খেলতে পারছেন না মনবীর সিং। নেই কিয়ান নাসিরিও। তবুও কুছ পরোয়া নেহি মনোভাব মোলিনার। দল গড়তে নিজের সেরা ফুটবলারদের উপরেই ভরসা রাখছেন তিনি। শনিবার মোহনবাগান মাঠে একেবারেই হালকা মেজাজে অনুশীলন সারলেন কামিন্স, জেমি ম্যাকলারেনরা। গত দু'দিনেই ম্যাচ প্র্যাক্টিস সেরে ফেলেছেন বাগান কোচ। তাই এদিন শুধুমাত্র ফিটনেস ট্রেনিং, সেট পিস এবং টাইব্রেকারের মহড়া সেরেই মাঠ ছাড়লেন মোহনবাগান ফুটবলাররা।