scorecardresearch
 

Kolkata Derby: 'এক হলে বাঙাল-ঘটি...', ডার্বি বাতিলের প্রতিবাদ মেলাল দুই প্রতিদ্বন্দ্বীকে

ডুরান্ড কাপের কলকাতা ডার্বি পরিত্যক্ত ঘোষণা হওয়ার পরে, উত্তাল সোশ্যাল মিডিয়া। ফেসবুক, এক্স জুড়ে চলছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে নানা স্লোগান। সমর্থকদের একটা বিরাট অংশ মনে করছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদ ছড়িয়ে পড়তে পারে ডার্বি ম্যাচে সেই কারণেই এই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচের আগে থেকেই ডার্বিতে এই নারকীয় ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আবেদন উঠতে থাকে প্রায় সমস্ত ফ্যান ক্লাবের পক্ষ থেকে। এর জেরে ডুরান্ড কাপের বাকি ম্যাচও সরতে পারে বলে শোনা যাচ্ছে।

Advertisement
প্রতিবাদে মুখর মোহনবাগান সমর্থকরা প্রতিবাদে মুখর মোহনবাগান সমর্থকরা

ডুরান্ড কাপের কলকাতা ডার্বি পরিত্যক্ত ঘোষণা হওয়ার পরে, উত্তাল সোশ্যাল মিডিয়া। ফেসবুক, এক্স জুড়ে চলছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে নানা স্লোগান। সমর্থকদের একটা বিরাট অংশ মনে করছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদ ছড়িয়ে পড়তে পারে ডার্বি ম্যাচে সেই কারণেই এই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচের আগে থেকেই ডার্বিতে এই নারকীয় ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আবেদন উঠতে থাকে প্রায় সমস্ত ফ্যান ক্লাবের পক্ষ থেকে। এর জেরে ডুরান্ড কাপের বাকি ম্যাচও সরতে পারে বলে শোনা যাচ্ছে।

ডুরান্ড কাপের ডার্বি না হওয়ায়, দুই দলের সমর্থকরাই ক্ষিপ্ত। শনিবার রাতে হরিনাভিতে এই দুই দলের সমর্থকরা একসঙ্গে প্রতিবাদ জানাবেন এই ডার্বি না হওয়ার ঘটনা নিয়ে। সুত্রের খবর, শুক্রবার রাত অবধি ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্তারা ডার্বি ম্যাচ করার ব্যাপারে রাজ্য প্রশাসনকে অনুরোধ জানালেও, কাজ হয়নি। রাজ্য প্রশাসন এই অবস্থায় এত বড় ম্যাচ আয়োজন করার ঝুঁকি নিতে চায়নি। আর সেই কারণেই শুরু হয় সমস্যা। ইস্টবেঙ্গল ও মোহনবাগান ফ্যানদের একাংশের দাবি, বাঙাল-ঘটি এক হলে, রাজ্য প্রশাসনের ঘুম উড়ে যাবে। রাত জেগে টিকিটের লাইনে দাঁড়িয়েছিলেন সমর্থকরা। তবুও টিকিট পাননি অনেকেই। তা নিয়ে ক্ষোভ ছিল। এবার ম্যাচটাই না হওয়ায়, সেই ক্ষোভের আগুনে ঘি পড়ে।

শনিবার দুপুর থেকে নানা জল্পনা চলতে থাকে ডার্বি পরিত্যক্ত করা নিয়ে। বেলা বাড়তেই সিদ্ধান্ত জানিয়ে দেয় ডুরান্ড কাপ কমিটি। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট করে তারা। পাশাপাশি টিকিটের দাম ফেরত  দেওয়ার ব্যাপারেও আগামি দুই দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। 

আরও পড়ুন

কী কারণে সরতে পারে ম্যাচ?
ম্যাচ সরার কারণ আরজি কর-এ ঘটা নারকীয় ঘটনা ও তারপর নাগরিক সমাজের বিক্ষোভ। এই বিক্ষোভের পাশাপাশি রাত দখল কর্মসূচিতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনা অনেকটাই ভাবাচ্ছে প্রশাসনকে। মাঠের মধ্যে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

Advertisement

ডার্বি স্থগিতের ঘটনায় মুখ খুললেন কুণাল ঘোষ

তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষও এই ঘটনায় সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, 'আমি মোহনবাগান ও তৃনমূলের সমর্থক হিসেবে কাল রবিবার ডুরান্ড ডার্বির পক্ষে। প্রশাসন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। যদি কেউ বিচার চাই ব্যানার দেখায় দেখাক। উস্কানির অন্য ব্যানার উপেক্ষা করুন। কিন্তু ডার্বি স্থগিতে ভুলবার্তা যাবে। বামরাম কুৎসা বাড়বে। খেলা হোকে।'         
         

Advertisement