East Bengal vs Chennaiyin FC: নর্থ ইস্টের পর চেন্নাইয়েন বধ, অস্কারের ছোঁয়ায় প্লে অফের স্বপ্ন ইস্টবেঙ্গলের

East Bengal vs Chennaiyin FC: নর্থইস্টের পর অ্যাওয়ে ম্যাচেও অস্কার ম্যাজিক। চেন্নাইয়েন এফসি-কে  গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। গোল করলেন পিভি বিষ্ণু ও জিকসন সিং। এই জয়ের ফলে লিগ টেবিলেও এক ধাপ উপরে উঠল লাল-হলুদ। 

Advertisement
নর্থ ইস্টের পর চেন্নাইয়েন বধ, অস্কারের ছোঁয়ায় প্লে অফের স্বপ্ন ইস্টবেঙ্গলের

নর্থইস্টের পর অ্যাওয়ে ম্যাচেও অস্কার ম্যাজিক। চেন্নাইয়েন এফসি-কে  গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। গোল করলেন পিভি বিষ্ণু ও জিকসন সিং। এই জয়ের ফলে লিগ টেবিলেও এক ধাপ উপরে উঠল লাল-হলুদ। 

প্রথমার্ধে সেভাবে ইস্টবেঙ্গল আক্রমণ করতেই পারেনি। উল্টে ড্যানিয়েল চিমা চুকু মিস না করলে চেন্নাইয়েন এগিয়ে যেতে পারত। গোটা ৪৫ মিনিট জুড়ে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে ৩টে সহজ সুযোগ পেয়েছিলেন এই বিদেশি। তবে কাজের কাজ করতে পারেননি। ইস্টবেঙ্গল ডিফেন্সে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন কনার শিল্ডস। ১৫ মিনিটে শিল্ডের কর্নার থেকে হেড করার সুযোগ পেয়ে গিয়েছিলেন চিমা। গোল করতে পারেননি তিনি।

১৯ মিনিটে গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন ইরফানও। তাঁর শট বাইরে চলে যায়। ২৫ মিনিটে শিল্ড ফের ক্রস পাঠান বক্সে। এবার একেবারে ফাঁকায় হেড করলেও তা বাইরে চলে যায়। ৩০ মিনিটে চিমার শট দারুণ দক্ষতায় সেভ করেন প্রভসুকান গিল।

তবে বিরতির পর একেবারেই অন্য ছন্দে অস্কারের দল। ৫৪ মিনিটে গোল করেন বিষ্ণু। ক্যাপ্টেন সল ক্রেসপোর বাড়ান ক্রস চেন্নাইয়েন গোলকিপার নাওয়াজের গায়ে লেগে চলে যায় পেছন থেকে উঠে আসা বিষ্ণুর পায়ে। গোল করতে ভুল করেননি তরুণ ফুটবলার। ম্যাচের একেবারে শেষদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন পরিবর্ত হিসেবে নামা ক্লেইটন সিলভা। তবে তিনি গোল করতে ব্যর্থ হলেও, ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে দূরন্ত শটে গোল করে যান জিকসন। দর্শনীয় সেই গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। পরপর তিন ম্যাচ হেরে চাপ বাড়ল ওয়েন কোয়েলের।

 

POST A COMMENT
Advertisement