East Bengal: দুরন্ত গোল ফাজিলা-সুলাঞ্জনার, IWL-এ জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের

সেতু এফসি-র বিরুদ্ধে জেতার পর এবার গাড়োয়াল এফসি-র বিরুদ্ধেও দারুণ জয় পেল ইস্টবেঙ্গলের মেয়েরা। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল গতবারের চ্যাম্পিয়নদের। কল্যাণীতে ম্যাচের শেষদিকে একটা গোল খেয়ে গেলেও ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি তাদের। ম্যাচ শেষ হয় ২-১ ব্যবধানে।

Advertisement
দুরন্ত গোল ফাজিলা-সুলাঞ্জনার, IWL-এ জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলেরফাজিলা ইকওয়াপুট, সুলঞ্জনা রাউল

সেতু এফসি-র বিরুদ্ধে জেতার পর এবার গাড়োয়াল এফসি-র বিরুদ্ধেও দারুণ জয় পেল ইস্টবেঙ্গলের মেয়েরা। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল গতবারের চ্যাম্পিয়নদের। কল্যাণীতে ম্যাচের শেষদিকে একটা গোল খেয়ে গেলেও ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি তাদের। ম্যাচ শেষ হয় ২-১ ব্যবধানে।  

ম্যাচের ৬ মিনিটেি গোলের সুযোগ এসে গিয়েছিল। সৌম্যা গুগুলথ ডানদিক থেকে তোলা ক্রস থেকে ফাজিলার শট অল্পের জন্য বাইরে চলে যায়। ১২ মিনিটে সুলঞ্জনা বাঁদিক থেকে উঠে এসে দারুণ ক্রস বাড়ান। তবে তা সেভ করে দেন গাড়োয়াল ডিফেন্ডার লিন্ডা চানু। তবে কাঙ্খিত গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি।

গোল আসে ২২ মিনিটে। সৌম্যার ডানদিক থেকে বাড়ানো বল দারুণ ভাবে গোলে প্লেস করে দেন সুলঞ্জনা। গাড়োয়াল গোলকিপার রিবাংসি জামু বুঝতেই পারেননি। সুলঞ্জনা ফের গোল পেয়ে যেতে পারতেন ম্যাচের প্রথমার্ধের শেষদিকে। তবে তাঁর শট আটকে দেন গোলকিপার রিবাংসি জামু। 

প্রথমার্ধেই ব্যবধান বাড়াতে পারতেন ক্যাপ্টেন ফাজিলা ইকওয়াপুট। শেষ দিকে ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি লাল-হলুদের বিদেশি স্ট্রাইকার। ফের গাড়োয়াল ডিফেন্ডার লিন্ডা চানু ত্রাতা হয়ে ওঠেন। ঠিক এক মিনিট পরেই রেস্টির থ্রু পাশ থেকে গোল করার সুযোগ পান ফাজিলা। তাঁর শট বাইরে চলে যায়।  

দ্বিতীয়ার্ধে যদিও ফাজিলা গোল পান। আশালতা দেবীর কর্নারে মাথা ছুঁয়ে দেন সুলঞ্জনা। বল যায় ফাজিলার কাছে। দূরহ কোন থেকে দুরন্ত শটে এবারের IWL-এ প্রথম গোল তুলে নেন ফাজিলা। ৬৮ মিনিটে ফের জ্বলে ওঠেন ফাজিলা। তাঁর শট দুরন্তভাবে সেভ করেন জামু। ৭২ মিনিটে ব্যবধান কমায় গাড়োয়াল। সুপার সাব মনিষা সিংহের ক্রস যে গোলে ঢুকে যেতে পারে তা বুঝতেই পারেননি পান্থই চানু। চেষ্টা করেও সেই বল ঠেকাতে না পারায় তা গোলে ঢুকে যায়।

POST A COMMENT
Advertisement