East Bengal Transfer News: পঞ্জাবের ঘর ভেঙে ডিফেন্ডার নিচ্ছে ইস্টবেঙ্গল? ট্রান্সফার মার্কেটে বড় আপডেট

গোটা মরসুম রাইটব্যাক নিয়ে সমস্যায় ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে (East Bengal)। চোট, কার্ড সমস্যায় সমস্ত পজিশনই যেন ঘেঁটে গিয়েছিল লাল-হলুদের। তাই এখন থেকেই আগামী মরসুমের প্রস্তুতি শুরু করে দিল অস্কার ব্রুজোর দল। তাই পঞ্জাবের রাইটব্যাককে প্রস্তাব দিয়েছে লাল-হলুদ। সূত্রের খবর এমনটাই। ট্রান্সফার ফি দিয়ে হলেও সেই ফুটবলারকে দলে নিতে মরিয়া লাল-হলুদ।

Advertisement
পঞ্জাবের ঘর ভেঙে ডিফেন্ডার নিচ্ছে ইস্টবেঙ্গল? ট্রান্সফার মার্কেটে বড় আপডেটইস্টবেঙ্গল ফ্যান

গোটা মরসুম রাইটব্যাক নিয়ে সমস্যায় ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে (East Bengal)। চোট, কার্ড সমস্যায় সমস্ত পজিশনই যেন ঘেঁটে গিয়েছিল লাল-হলুদের। তাই এখন থেকেই আগামী মরসুমের প্রস্তুতি শুরু করে দিল অস্কার ব্রুজোর দল। তাই পঞ্জাবের রাইটব্যাককে প্রস্তাব দিয়েছে লাল-হলুদ। সূত্রের খবর এমনটাই। ট্রান্সফার ফি দিয়ে হলেও সেই ফুটবলারকে দলে নিতে মরিয়া লাল-হলুদ। 

দলের রক্ষণভাগকে শক্তিশালী করতে এবার নাকি এক ভারতীয় ডিফেন্ডারকে দলে টানতে চাইছে মশাল ব্রিগেড। তিনি অভিষেক সিং। বর্তমানে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির সঙ্গে যুক্ত রয়েছেন এই ভারতীয় রাইট ব্যাক। ইন্ডিয়ান সুপার লিগে দলের হয়ে খেলেছেন প্রায় বাইশটি ম্যাচ। বলাবাহুল্য, অধিকাংশ ক্ষেত্রেই যথেষ্ট নজর কেড়েছেন বছর কুড়ির এই ফুটবলার। 

সেজন্য এই ফুটবলারকে এবার দলে টানতে মরিয়া অস্কার ব্রুজনের ফুটবল দল। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০২৬ পর্যন্ত পাঞ্জাব এফসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন মনিপুরের এই ফুটবলার। তবে বাড়তি ট্রান্সফার ফি দিয়ে তাঁকে পেতে মরিয়া ইস্টবেঙ্গল। সেইমতো প্রাথমিকভাবে প্রস্তাব ও নাকি গিয়েছে তাঁর কাছে। কিন্তু নিজের চেনা পরিবেশ ছেড়ে আদৌও তিনি অন্যত্র যোগদান করতে চাইবেন কিনা এখন সেটাই দেখার বিষয়। 

এএফসির চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে নিজেদের নিশ্চিত করার পর ইন্ডিয়ান সুপার লিগে ও জয়ের মুখ দেখেছিল মশাল ব্রিগেড। যারফলে একটা সময় তলানিতে থাকতে হলেও সেখান থেকে ধীরে ধীরে কিছুটা উপরে উঠে এসেছিল ইস্টবেঙ্গল। তাই নতুন করে সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল লাল-হলুদ জনতা। যদিও সেটা খুব একটা সহজ ছিল না। বিশেষ করে ঘরের মাঠে শক্তিশালী চেন্নাইয়িন এফসির কাছে পরাজিত হওয়ার পর প্লে-অফে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছিল এই দলের। তবুও নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার পরিকল্পনা ছিল দলের সকল ফুটবলারদের। ঘরের মাঠে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে এগিয়ে থেকে ও জয় সুনিশ্চিত করতে পারেনি মশাল ব্রিগেড। যার ফলে অনায়াসেই শেষ হয়ে যায় সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন। পরবর্তীতে ছিটকে যেতে হয়েছে এএফসির টুর্নামেন্ট থেকে। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা।

Advertisement

অভিষেক সিং (ছবি- পঞ্জাব এফসি)
অভিষেক সিং (ছবি- পঞ্জাব এফসি)

আইএসএল, এএফসি চ্যালেঞ্জ লিগে ব্যর্থতার পর ইস্টবেঙ্গলের লক্ষ্য সুপার কাপ। গতবারের মতো এবারেও কলকাতায় তারা ট্রফি আনতে পারে কিনা সেটা দেখার জন্য মুখিয়ে ফুটবল প্রেমীরা।  

POST A COMMENT
Advertisement