ইস্টবেঙ্গলসমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে নতুন মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ। তারই লক্ষ্যে সোমবার থেকেই পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। হামিদ আহদাদ দল ছাড়ার পর, দল নিয়ে কিছূটা হলেও অস্বস্তিতে ছিলেন কোচ অস্কার ব্রুজো। তবে লিগ শুরুর দিন জানার পর সেই অস্বস্তি যে কাটবে তা আশা করাই যায়।
ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে দল ছেড়েছেন বিদেশি ফুটবলার হামিদ আহদাদ। এই ব্যাপারে অস্কার বলেন, 'হামিদ আহদাদ দল ছেড়েছে। আশা করব আর কোনও ফুটবলার দল ছাড়বে না। এটা অবশ্যই আমাদের জন্য চিন্তার। পূর্ণশক্তির দল থাকলে পরিকল্পনা খুব ভালো করা যায়। এখন আমাদের দেখতে হবে ক্লাব কী সিদ্ধান্ত নেয়।'
কিছুটা হলেও স্বস্তিতে লাল-হলুদ কোচ। তিনি বলেন, 'আমরা খবর পেলাম সম্ভবত সবকিছু ঠিক হয়ে গিয়েছে। বেশ কিছু ক্লাব খেলার কথা জানিয়েছে। কিছু ক্লাব এখনও জানায়নি শুনলাম। সেটাও আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। এবার লিগ ফরম্যাটের জন্য অপেক্ষা করতে হবে। তবে আইএসলটা কলকাতায় হলে খুব ভাল হয়। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান সবাই নিজেদের ঘরের মাঠে খেলতে পারে। আমরা কেন গোয়াতে গিয়ে খেলব? যদি সব ক্লাব রাজি হয় সেক্ষেত্রে দুটো ভেন্যুতে লিগ আয়োজন করা যায়।'
গতকাল মোট ১৭ জন ফুটবলার উপস্থিত থাকলেও, এদিন যোগ দিলেন দলের আরেক বিদেশি কেভিন সিবিল্লে। যেহেতু দীর্ঘদিন অনুশীলন বন্ধ ছিল তাই আপাতত ফুটবলারদের ফিটনেসের উপরেই বাড়তি জোর দিচ্ছেন লাল-হলুদ হেড কোচ অস্কার ব্রুজো। সেই কারণেই অনুশীলনের শুরুতেই প্রায় ৪৫ মিনিটের কাছাকাছি ফুটবলারদের কঠিন ফিটনেস ট্রেনিং করালেন তিনি। শুধু তাই নয় তারপরে আরও প্রায় ১০ মিনিট শুধু দৌড়লেন ফুটবলাররা। ফলে বোঝাই যাচ্ছে দলের ফিটনেস বাড়ানোই লক্ষ্য অস্কারের। এদিন যদিও মাঠ ছাড়ার সময় বেশ ফুরফুরে মেজাজেই ধরা দিলেন অস্কার। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে আইএসএল জট কাটছে।