East Bengal: সন্দীপের জায়গায় দায়িত্বে এই বিদেশি, ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ কে?

সুপার কাপের আগে বিরাট বিতর্ক চলছে ইস্টবেঙ্গলের অন্দরে। আইএফএ শিল্ডের ফাইনালের পর সন্দীপ নন্দীর সঙ্গে অস্কার ব্রুজোর ঝামেলার পর দায়িত্ব ছেড়েছেন বাঙালি কোচ। সংবাদমাধ্যমে বিস্ফোরক সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। এর মধ্যেই নতুন দায়িত্ব পেলেন দলের সহকারী কোচ আদ্রিয়ান রুবিও মার্টিনেজ। তিনিই এখন দলের গোলকিপার কোচ।

Advertisement
সন্দীপের জায়গায় দায়িত্বে এই বিদেশি, ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ কে? সন্দীপ নন্দী

সুপার কাপের আগে বিরাট বিতর্ক চলছে ইস্টবেঙ্গলের অন্দরে। আইএফএ শিল্ডের ফাইনালের পর সন্দীপ নন্দীর সঙ্গে অস্কার ব্রুজোর ঝামেলার পর দায়িত্ব ছেড়েছেন বাঙালি কোচ। সংবাদমাধ্যমে বিস্ফোরক সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। এর মধ্যেই নতুন দায়িত্ব পেলেন দলের সহকারী কোচ আদ্রিয়ান রুবিও মার্টিনেজ। তিনিই এখন দলের গোলকিপার কোচ।  

গোয়া বিমানবন্দরে কোচ অস্কার ব্রুজোর সঙ্গে ঝামেলার পর পদত্যাগ করেছেন গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী। শুধু পদত্যাগ করাই নয় সংবাদমাধ্যমে কোচের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। সোমবার রাতেই তাঁর সঙ্গে সম্পর্ক ছেদ করেছে ইস্টবেঙ্গল। চুক্তিভঙ্গের চিঠি পাঠানো হয়েছে। আর সুপার কাপের আগে এই বিতর্ক মানসিকভাবে বেশ চাপে ফেলেছে ইস্টবেঙ্গল দলকে। তবে সেই পরিস্থিতির মধ্যেও মঙ্গলবার থেকে গোয়ায় অনুশীলন শুরু করে দিল লাল-হলুদ। এদিন গোয়ার নাগোয়া ফুটবল মাঠে সন্ধ্যায় অনুশীলনের নামে অস্কার ব্রিগেড। ঘন্টাখানেকের কিছু বেশি সময় ধরে চলে অনুশীলন। সূত্রের খবর, সুপার কাপে গোলরক্ষক কোচ রাখতেই হবে এরকম নিয়ম নেই। এদিন গিল, দেবজিৎদের অ অনুশীলন করালেন সহকারী কোচ আদ্রিয়ান রুবিও মার্টিনেজ। তিনি প্রাক্তন গোলরক্ষক ছিলেন। তাই এই সময় কাজ চালিয়ে নিতে সমস্যা হচ্ছে না।

সুপার কাপের প্রথম ম্যাচে ডেম্পোর বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। ডেম্পোর দলে কোনও বিদেশি নেই। তবে প্রতিপক্ষকে মোটেই হালকাভাবে নেওয়ার পরিস্থিতি নেই ইস্টবেঙ্গলের। একে শিল্ডে হারের ধাক্কা, আবার সঙ্গে দলের মধ্যে বিতর্ক। এই পরিস্থিতি থেকে এখন নিজেদের বের করে আনার আপ্রাণ চেষ্টা করছেন ফুটবলাররা। তারা মানসিকভাবে নিজেদের কতটা চাঙ্গা করতে পারবেন, তার উপর নির্ভর করবে সুপার কাপে ইস্টবেঙ্গলের সাফল্য।

সন্দীপ নন্দীর বিতর্ক নিয়ে মঙ্গলবার যোগাযোগ করা হয়েছিল ইমামি কর্তা আদিত্য আগরওয়ালের সঙ্গে। তিনি বললেন, 'আমরা বিষয়টা তেমন বড় করে দেখছি না। আমাদের বিশ্বাস সুপার কাপে দলের পারফরমেন্সে এই গোটা বিষয়টা তেমন প্রভাব ফেলতে পারবে না।' আর যাঁকে নিয়ে এত আলোচনা সেই সন্দীপ নন্দী কী বলছেন? মঙ্গলবার তিনি বলেন, 'আমি সুপার কাপের আগে কোনও পদক্ষেপ নিচ্ছি না। কারণ চাই ইস্টবেঙ্গল সাফল্য পাক। সুপার কাপের পর ইমামি ম্যানেজমেন্ট ছাড়াও ক্রীড়ামন্ত্রী, আইএফএ, ফেডারেশনকে আমি গোটা বিষয়টা চিঠি দিয়ে জানাব। কারণ দেশের একজন প্রাক্তন ফুটবলার হিসেবে এই অপমান আমার প্রাপ্য নয়। তবে এখন এই নিয়ে আমার আর কিছু বলা ঠিক নয়।' সবমিলিয়ে বিষয়টি যে আরও দীর্ঘায়িত হবে তা বলাই বাহুল্য।

Advertisement

POST A COMMENT
Advertisement