ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে ইমামির (Emami) চুক্তি কি থাকবে? তা নিয়েই শঙ্কায় লাল-হলুদ সমর্থকরা। প্রথমে মোহনবাগান (Mohun Bagan) কর্তা দেবাশিস দত্ত, তারপর খোদ ইস্টবেঙ্গল কর্মকর্তা শান্তিরঞ্জন দাশগুপ্তের কথাতেও ক্লাব ও ইনভেস্টরের দূরত্বের কথা প্রকাশ পেয়েছে। তবে এ কথা মানতে নারাজ ইনভেস্টর কর্তারা।
কী বললেন ইমামি কর্তা?
তিন বছর আগে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি হয় ইমামির। দুই মরসুমে সুপার কাপ (Super Cup 2024) জেতা ছাড়া খুব ভাল কিছু করে উঠতে পারেনি লাল-হলুদ ক্লাব। একটা ম্যাচ ছাড়া আইএসএল-এর (ISL Derby) সব ডার্বিতেই মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে হার যেন সেই কাটা ঘায়ে নুনের ছিটে। তবে ক্লাবের সঙ্গে তাদের সংস্থার সম্পর্কের অবনতি হওয়ার কথা মানতে নারাজ ইমামি কর্তারা। এক কর্তা বলেন, 'এ সব কথা আমরা গত তিন বছর ধরে শুনে আসছি। আর পরবর্তী ৩০ বছরও শুনতে থাকবেন।' যারা এ ব্যাপারে মন্তব্য করছেন তাদেরকেও রেয়াত করেননি তিনি। বলেন, 'যারা চায় না ইস্টবেঙ্গলের ভাল হোক তারা এমন গুজব ছড়াচ্ছে। ওরা নিজের ফুটবলের উপর মন দিলে ভারতীয় ফুটবলের আরও ভাল হবে।'
পরের মরসুমের পরিকল্পনা
পরের মরসুমে আরও ভাল দল গড়ার কাজ শুরু করে দিয়েছে ইমামি। তবে কোচ হিসেবে অস্কার ব্রুজোই (Oscar Bruzon) থাকছেন কিনা সেটা এখনই জানাতে চাইছে না ইস্টবেঙ্গল। তবে সেই কর্তা জানিয়েছেন কোচের সঙ্গে কথা বলেই ফুটবলার বদলের কাজটা করা হবে। অস্কারের সঙ্গে পরের মরসুমের চুক্তি না হলে, এখনই দল গঠনের কাজ শুরু করা সম্ভব নয়। ইস্টবেঙ্গল নতুন কোচের সন্ধান শুরু করেছে এমন গুঞ্জনও শোনা যায়নি। ফলে বলাই যায়, পরের বারও কোচ থাকছেন অস্কার এমনটা ধরে নেওয়াই যায়। যদিও তাঁদের রণকৌশল অন্য কেউ জেনে ফেলুক এমনটা চাইছেন না ইমামি কর্তারা। তিনি বলেন, 'আমার রণকৌশল আগে থেকে কেন জানাবো বাকিদের? তাই পরের মরসুমে অস্কার থাকছেন কিনা সে ব্যাপারে এখনই কিছু বলব না। তবে কিছু ফুটবলার বদল হবে। সেটা কোচের সঙ্গে আলোচনা করেই হবে।'
কেন এ মরসুমে ব্যর্থ হতে হল?
এখনও অবধি ইস্টবেঙ্গল প্লে অফে একবারও যেতে পারেনি। এ নিয়ে সমর্থকরা (East Bengal Fans) হতাশ হলেও, আগের থেকে দল ভাল পারফর্ম করেছে বলে মত ইনভেস্টর কর্তার। তিনি বলেন, 'গত তিন বছরের আগের ফলাফল দেখুন, আর এবারের ফল দেখুন। আমরা সুপার কাপ জিতেছি। এএফসি কাপে ভাল খেলেছে দল। হ্যাঁ এটা ঠিক যতটা ভাল হওয়ার কথা ছিল, সেটা হয়নি।'
তবে কেন এমন হল? সেই কর্তা জানান, 'আমরা দলটা ভাল গড়েছিলাম। চ্যাম্পিয়ন হতে পারতাম। তবে চোট-আঘাত সমস্যায় হল না। এটা খেলাধুলো এখানে চোট সমস্যা থাকবেই।'