East Bengal: কলকাতায় মিগুয়েল-সল, কবে থেকে যোগ দিচ্ছেন প্র্যাক্টিসে?

কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ। তার আগে একে একে কলকাতায় আসতে শুরু করেছেন ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলাররা। তেমনই রবিবার গভীর রাতে কলকাতায় চলে এলেন লাল-হলুদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা। রবিবার রাতে নির্দিষ্ট সময় বিমান নামার প্রায় এক ঘন্টা ১৫ মিনিট পরে বিমানবন্দর থেকে বেরোলেন ইস্টবেঙ্গলের এই নবাগত দীর্ঘদেহি বিদেশি মিডফিল্ডার।

Advertisement
কলকাতায় মিগুয়েল-সল, কবে থেকে যোগ দিচ্ছেন প্র্যাক্টিসে?মিগুইয়েল ফিগুয়েরা ও সল ক্রেসপো

কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ। তার আগে একে একে কলকাতায় আসতে শুরু করেছেন ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলাররা। তেমনই রবিবার গভীর রাতে কলকাতায় চলে এলেন লাল-হলুদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা। রবিবার রাতে নির্দিষ্ট সময় বিমান নামার প্রায় এক ঘন্টা ১৫ মিনিট পরে বিমানবন্দর থেকে বেরোলেন ইস্টবেঙ্গলের এই নবাগত দীর্ঘদেহি বিদেশি মিডফিল্ডার।

রবিবার এত রাতেও লাল-হলুদের এই নতুন বিদেশিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন জনা চল্লিশ সমর্থক। মিগুয়েল বেরোতেই তাঁকে ফুল এবং উত্তরীয় দিয়ে অভ্যর্থনা জানানো হয়। সঙ্গে ওঠে পরিচিত স্লোগান। তবে সুদূর ব্রাজিল থেকে দীর্ঘ বিমানযাত্রার পরে বেশ ক্লান্তই লাগছিল মিগুয়েলকে। তাই দ্রুত গাড়িতে উঠে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা হলেন তিনি। 

সূত্র মারফত জানা যাচ্ছে রবিবার দলের অনুশীলনেও উপস্থিত থাকবেন তিনি। প্রসঙ্গত শনিবার কলকাতায় চলে এলেও, এদিন অনুশীলনে ছুটি দিয়েছিলেন লাল-হলুদ হেড কোচ অস্কার ব্রুজো। রবিবার থেকে ফের পুরোদমে অনুশীলন শুরু করবে লাল-হলুদ ব্রিগেড। ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন ইস্টবেঙ্গলের চার বিদেশি। ভিসা সমস্যা মিটিয়ে আগামী সপ্তাহে দলের আরেক বিদেশি ফরোয়ার্ড হামিদ আহদাদকেও দ্রুত কলকাতায় আনতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে রবিবার সকালেই কলকাতায় আসছেন লাল-হলুদের আরেক বিদেশি মিডফিল্ডার সল ক্রেসপো।

ডুরান্ড কাপে প্রথম থেকে না হলেও, ইস্টবেঙ্গলের লক্ষ্য অন্তত দ্বিতীয় ম্যাচ থেকেই বিদেশিদের নামিয়ে দেওয়া। আসলে সময় থাকতে থাকতেই বিদেশিদের সম্পর্কে একটা ধারণা পেতে চাইছে ম্যানেজমেন্ট। যাতে তারা সেভাবে আইএসএল শুরু হওয়ার আগে সমস্ত ফুটবলারকেই একবার হলেও দেখে নিতে পারেন। পুরস্কারমূল্য অনেকগুণ বাড়লেও, এবারের ডুরান্ড কাপে বেশকিছু দল খেলছে না। সেটা প্রস্তুতির ক্ষেত্রে একটা বড় ধাক্কা বাংলার চার দলের পক্ষেই। 

ইস্টবেঙ্গলের পাশাপাশি এবারের ডুরান্ড জেতার জন্য ঝাঁপাবে মোহনবাগান সুপার জায়েন্ট ও ডায়মন্ড হারবার এফসিও। রিজার্ভ দল নয়, পুরো শক্তি নিয়েই মাঠে নামছে হোসে মলিনার দল। 

Advertisement

POST A COMMENT
Advertisement