East Bengal: তুর্কমেনিস্তানে প্র্যাকটিস নিয়ে সমস্যায় ইস্টবেঙ্গল, কত গোলে জিততে হবে অস্কারের দলকে?

আর্কাদাগের এফকে-র (Arkadag FA) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে হার। এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League 2025) ইস্টবেঙ্গলের (East Bengal) আশা কি তবে শেষ? অ্যাওয়ে ম্যাচে কত গোলে জিততে হবে অস্কার ব্রুজোর দলকে? সেই অঙ্কই কষছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এএফসি চ্যালেঞ্জ লিগে অ্যাওয়ে গোল রুল না থাকায় কিছুটা হলেও সুবিধা পাবে লাল-হলুদ।

Advertisement
তুর্কমেনিস্তানে প্র্যাকটিস নিয়ে সমস্যায় ইস্টবেঙ্গল, কত গোলে জিততে হবে অস্কারের দলকে? ইস্টবেঙ্গল বনাম আর্কাদাগ এফকে

আর্কাদাগের এফকে-র (Arkadag FA) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে হার। এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League 2025) ইস্টবেঙ্গলের (East Bengal) আশা কি তবে শেষ? অ্যাওয়ে ম্যাচে কত গোলে জিততে হবে অস্কার ব্রুজোর দলকে? সেই অঙ্কই কষছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এএফসি চ্যালেঞ্জ লিগে অ্যাওয়ে গোল রুল না থাকায় কিছুটা হলেও সুবিধা পাবে লাল-হলুদ।

কত গোলে জিততে হবে ইস্টবেঙ্গলকে?
১ গোলের ব্যবধানে এগিয়ে তুর্কমেনিস্তানের ক্লাব। এমন অবস্থায় সেমিফাইনালে যেতে হলে ২ গোলে জিততে হবে ইস্টবেঙ্গলকে। অ্যাওয়ে গোল নিয়ম থাকলে আরও একটা গোল বেশি করতে হত তাদের। গোটা বিশ্বেই হোম অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হলে অ্যাওয়ে গোলের নিয়ম এখন আর থাকে না। ফলে অনেকটাই সুবিধা হল অস্কার ব্রুজোর দলের।

তুর্কমেনিস্তান যাওয়ার আগেই সমস্যায় ইস্টবেঙ্গল
এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে প্রথম লেগে হার। সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলেছে ইস্টবেঙ্গল। দ্বিতীয় লেগের আগে তুর্কমেনিস্তানের ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে শনিবার সকালে কলকাতা থেকে দুবাই হয়ে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ রওনা হচ্ছে ইস্টবেঙ্গল। যে শহরে খেলা হবে সেই আর্কাদাগের দূরত্ব রাজধানী থেকে ৩০ কিলোমিটার। শনিবারই সেখানে পৌঁছে যাবে লাল-হলুদ। 

সোমবারের আগে অনুশীলনে নামতে পারবে না লাল-হলুদ
কিন্তু রবিবার সম্ভবত অনুশীলন করা হবে না তাদের। আর্কাদাগের পক্ষ থেকে সোমবারের আগে অনুশীলন মাঠ দেওয়া হচ্ছে না। আর নিজেদের শহরে তাদের এতটাই প্রতিপত্তি যে অন্য মাঠও পাচ্ছে না ইস্টবেঙ্গল। সঙ্গে ভীষণ রকম ভাষা সমস্যা। ইংরাজি বোঝেন এমন লোক হাতে গোনা। সামান্য হোটেলে কথা বলার জন্য ভরসা আর্কাদাগ ম্যানেজমেন্ট। তাই সোম এবং মঙ্গলবার অনুশীলন করে বুধবার ম্যাচে নামবে অস্কার ব্রুজোর দল। প্রথম লেগের পর ইস্টবেঙ্গল কোচ বলছেন, 'আমাদের হাতে এখনও ৯০ মিনিট রয়েছে। আমরা ভুল শুধরে সেমিফাইনালে পৌঁছোনোর আপ্রাণ চেষ্টা করব।'    

Advertisement

POST A COMMENT
Advertisement