East Bengal: ইস্টবেঙ্গলের হিরোশির রেজিস্ট্রেশন আজও হল না, শিল্ড ফাইনালে ডেবিউ হবে?

কলকাতায় এসে অনুশীলনে নেমে পড়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal) ষষ্ঠ বিদেশি  হিরোশি ইৎসুকি। তবুও কবে থেকে ম্যাচ খেলতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। মঙ্গলবার নামধারী এফসি-র বিরুদ্ধে তাঁকে হয়ত পাওয়া যাবে না। কারণ এখনও তাঁর রেজিস্ট্রেশন হয়নি। আইটিসি না আসায় রেজিস্ট্রেশন করানো যায়নি হিরোশির। তবে দ্রুত সেই কাজ হয়ে যাবে বলে আশাবাদী কোচ অস্কার ব্রুজো।

Advertisement
ইস্টবেঙ্গলের হিরোশির রেজিস্ট্রেশন আজও হল না, শিল্ড ফাইনালে ডেবিউ হবে?হিরোশি ইৎসুকি

কলকাতায় এসে অনুশীলনে নেমে পড়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal) ষষ্ঠ বিদেশি  হিরোশি ইৎসুকি। তবুও কবে থেকে ম্যাচ খেলতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। মঙ্গলবার নামধারী এফসি-র বিরুদ্ধে তাঁকে হয়ত পাওয়া যাবে না। কারণ এখনও তাঁর রেজিস্ট্রেশন হয়নি। আইটিসি না আসায় রেজিস্ট্রেশন করানো যায়নি হিরোশির। তবে দ্রুত সেই কাজ হয়ে যাবে বলে আশাবাদী কোচ অস্কার ব্রুজো।

ফাইনালের আগে নামতে পারবেন না হিরোশি
সোমবার সাংবাদিক সম্মেলনে কোচ অস্কার বলেন, 'হিরোশির আইটিসির জন্য আমরা অপেক্ষায় রয়েছি। ক্লাব ওর আইটিসির জন্য চেষ্টা করছে। আশা করছি আজকের মধ্যে আইটিসি এসে যাবে। তবে সেটা যদি না হয়, তাহলে আগামীকালের ম্যাচে হিরোশিকে পাওয়া যাবে না।' সেক্ষেত্রে সরাসরি ফাইনালে ডার্বি হলে সেই ম্যাচে নামানো হবে জাপানি স্ট্রাইকারকে? সেটাই এখন বড় জল্পনা। 

প্র্যাক্টিসে গোল করেছেন হিরোশি
শনিবারের প্র্যাক্টিসে বেশকিছু গোল করতে দেখা গিয়েছিল হিরোশিকে। তা দেখেই স্বস্তিতে ইস্টবেঙ্গল শিবির। ডিমানটাকোসের বদলি হিসেবেই ইস্টবেঙ্গলে এসেছেন হিরোশি। ৯ নম্বর জার্সি পরবেন তিনি। ফলে লাল-হলুদ জার্সি গায়ে হিরোশির পারফরম্যান্সের দিকেই তাকিয়ে ইস্টবেঙ্গল জনতা। এদিকে শনিবারের অনুশীলনে সাইডলাইনে দেখা গিয়েছে দলের স্প্যানিশ মিডিও সউল ক্রেসপোকে। তবে সাইডলাইনে থাকলেও, সূত্র মারফত জানা যাচ্ছে কোনরকম চোট নেই সউলের। 

দুই তারকাকে ছাড়াই নামতে হবে ইস্টবেঙ্গলকে
আই লিগের ক্লাব হলেও নামধারী এফসিকে হাল্কা ভাবে নিতে নারাজ ইস্টবেঙ্গল। অস্কার মনে করেন, যে কোনও সময় বিপদ হয়ে যেতে পারে। তাই ফুটবলারদের সতর্ক থাকার পরামর্শ অস্কারের। তবে দলে নেই দুই তারকার। প্রভাত লাকরা এবং রামসাঙ্গাকে ছাড়াই এই ম্যাচে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। 

অনুশীলনে মূলত দলের আক্রমণভাগের উপরেই জোর দিতে দেখা গিয়েছে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজোকে। শুরুতে শারীরিক এবং পাসিং অনুশীলনের পর, দুটি দলে ভাগ করে অনেকটা সময় অনুশীলন করিয়েছেন অস্কার। যা বোঝা গেছে, তাতে নামধারী ম্যাচে দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যেখানে রক্ষণে হয়ত ফিরতে চলেছে কেভিন সিবিলে। তাঁর সঙ্গে জুটি বাঁধতে পারেন লালচুংনুঙ্গা। দুই সাইডব্যাক শুরু করতে পারেন জয় গুপ্তা এবং মহম্মদ রাকিপ। মাঝমাঠে সউন ক্রেসপোর জায়গায় ফিরতে পারেন জিকশন সিং। তাঁর সঙ্গে শুরু করতে পারেন মিগুয়েল এবং মহম্মদ রাশিদ। বাম প্রান্তে বিপিন সিংকে রেখে ভা প্রান্তে হয়ত সায়ন বন্দোপাধ্যায়কে দিয়ে শুরু করতে পারেন অস্কার। আক্রমণে থাকবেন হামিদ আহাদাদ। 

Advertisement

POST A COMMENT
Advertisement