East Bengal: অস্কারের সহকারি ISL-এর প্রাক্তন কোচ, ইস্টবেঙ্গলে বিনোর ভবিষ্যৎ কী?

ইস্টবেঙ্গলের (East Bengal) সহকারি কোচ হিসেবে যোগ দিতে চলেছেন থংবোই সিংটো (Thangboi Singto)। তা হলে কী হবে বিনো জর্জের (Bino George)। তিনি কি থেকে যাবেন লাল-হলুদে? তা নিয়েই এখন প্রশ্ন। তবে সূত্রের খবর, বিনো থাকছেন সিনিয়র দলের সহকারি কোচের দায়িত্বে। তবে সেক্ষেত্রে থংবোই-এর দায়িত্ব কী হবে? ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বা ইমামির (Emami) পক্ষে এ ব্যাপারে স্পষ্ট বার্তা দেওয়া হয়নি।

Advertisement
অস্কারের সহকারি ISL-এর প্রাক্তন কোচ, ইস্টবেঙ্গলে বিনোর ভবিষ্যৎ কী?ইস্টবেঙ্গল দল

ইস্টবেঙ্গলের (East Bengal) সহকারি কোচ হিসেবে যোগ দিতে চলেছেন থংবোই সিংটো (Thangboi Singto)। তা হলে কী হবে বিনো জর্জের (Bino George)। তিনি কি থেকে যাবেন লাল-হলুদে? তা নিয়েই এখন প্রশ্ন। তবে সূত্রের খবর, বিনো থাকছেন সিনিয়র দলের সহকারি কোচের দায়িত্বে। তবে সেক্ষেত্রে থংবোই-এর দায়িত্ব কী হবে? ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বা ইমামির (Emami) পক্ষে এ ব্যাপারে স্পষ্ট বার্তা দেওয়া হয়নি।

সিংটো কোন দলের দায়িত্ব নেবেন?
সূত্রের খবর, থংবোই সিংটো থাকবেন রিজার্ভ দলের দায়িত্বে। নতুন ফুটবলার তুলে আনার ক্ষেত্রে, সিংটোর ভূমিকা অস্বীকার করা যাবে না। বিভিন্ন ক্লাবের হয়ে এর আগেও প্রচুর ফুটবলারকে তুলে এনেছেন তিনি। হায়দরাবাদ এফসি-র খারাপ সময়, হাল ধরেছিলেন। আইএসএল-এর মানের সঙ্গে খাপ খাওয়াতে না পারলেও, সেই তরুণ ফুটবলারদের লড়াই নজর কেড়েছিল ফুটবলপ্রেমীদের। হায়দরাবাদের আগেও নেরোকা এফসি-র থেকে প্রচুর উত্তর পূর্বের ফুটবলারদের ভারতীয় ফুটবলের মূল স্রোতে এনেছেন সিংটো। 

রিজার্ভ দলও খুব ভাল ফর্মে নেই
ইস্টবেঙ্গলের সিনিয়র দলের পাশাপাশি, রিজার্ভ বা বয়সভিত্তিক দলও যে খুব ভাল খেলছে তা বলা যাবে না। সেই কারণেই, বিনোর উপর থেকে দায়িত্ব কিছুটা কমে যাবে। কিছুটা চাপমুক্ত হয়ে কাজ করতে পারবেন ইস্টবেঙ্গলের ভারতীয় সহকারি কোচ। যদিও, এ ব্যাপারে এখনও কিছু জানেন না বলে জানিয়ে দিয়েছেন ক্লাব কর্তারা। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার এই বিষয়ে বলেন, 'আমার বিষয়টি জানা নেই। ইনভেস্টর কর্তারা যদি সরাসরি নিয়োগ করে থাকেন তাহলে তাঁরাই বলতে পারবেন।'    

সিনিয়র দলের নতুন ফুটবলার নেওয়ার তৎপরতা 
একাধিক মাধ্যম সূত্রে খবর এবার নাকি আই লিগের এক রাইট ব্যাকের দিকে নজর রয়েছে ময়দানের এই প্রধানের। তিনি ল্যামগোলেন হ্যাংশিং। বর্তমানে চার্চিল ব্রাদার্সের সঙ্গে তিনি যুক্ত থাকলেও নয়া সিজনের জন্য নাকি তাঁকে এনেই নাকি রক্ষণভাগ মজবুত করার পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি।

Advertisement

POST A COMMENT
Advertisement