ভানলালপেকা গুইতে, এবারের কলকাতা লিগে অন্যতম তারকা। তিনি নামলেই বিপক্ষের রক্ষণে ত্রাহি ত্রাহি রব উঠে যায়। বৃহস্পতিবার ক্লাবের মাঠে সুপার সিক্সের প্রথম ম্যাচেও গোল করলেন গুইতে। সুপার সাব কথাটার যথাযথ অর্থ তিনি। তবে সাফল্যের মাঝেও প্রয়াত বাবাকে ভোলেননি মিজোরামের এই ফুটবলার।
প্রয়াত বাবকে স্মরণ গুইতের
কলকাতা লিগে বেশির ভাগ ম্যাচেই কোচ বিনো জর্জ পরিবর্ত ফুটবলার হিসেবেই তাকে নামান। আর গুইতে নামেন আর প্রতিপক্ষের জালে বল জড়ান। বৃহস্পতিবারও তার অন্যথা হল না। পরিবর্ত খেলোয়াড় হিসেবেই গুইতে নামলেন এবং অসাধারণ একটি গোল করলেন। এই গোল গুইতে উৎসর্গ করলেন তার প্রয়াত বাবাকে। তিনি বাবাকে হারিয়েছেন চার বছর হয়েছে। গুইতের ফুটবল খেলায় তার বাবার ভুমিকা সবচেয়ে বেশি। তাই বাবার স্বপ্ন পূরণ করে শিন বোনে রাখা শিন গার্ড খুলে সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে।
এই লিঙ্কে ক্লিক করে দেখুন পেকা গুইতের গোল- https://www.facebook.com/share/r/1BHSd2B3rQ/
বড় জয় পেল ইস্টবেঙ্গল
ঘরের মাঠে ৩-০ গোলে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে হারাল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে নসিব রহমানের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে পিভি বিষ্ণু ও ভানলালপেকা গুইতের গোলের জেরে ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে লাল হলুদ শিবির। ম্যাচ জিতলেও এখনই চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছেন না কোচ বিনো জর্জ। তিনি বলেন, 'আমরা ম্যাচ অনুযায়ী পরিকল্পনা করছি। এর বেশি আর কিছু ভাবছি না।'
অন্য ম্যাচে কী ঘটল?
অন্যদিকে, নৈহাটি স্টেডিয়ামে সুরুচি সংঘকে ৪-০ গোলে হারায় ডায়মন্ড হারবার এফসি। প্রথমার্ধে সাইবরলাং খারপানের গোল এবং আকিব নবাবের জোড়া গোলের সৌজন্যে ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ডায়মন্ড হারবার। দ্বিতীয়ার্ধে সদ্য রেইনবো থেকে ডায়মন্ডে যোগ দেওয়া অমরনাথ বাস্কের গোলে ব্যবধান বাড়ায় ডায়মন্ড। অভিষেক ম্যাচেই গোল করে সকলেরই নজর কাড়েন অমরনাথ। পরের ম্যাচে ডায়মন্ডের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। তাদের সমীহ করেই ইস্টবেঙ্গল কোচ বলেন, 'আমাদের কাছে প্রত্যেক ম্যাচ নকআউট। ডায়মন্ড ম্যাচেও আমরা সেই মানসিকতা নিয়ে খেলতে নামব। কিন্তু গতবার ওরা খেলেনি। ওরা আইলিগে খেলবে এবার। তাই আমার মনে হয় ওদের দল বেশ ভালো।'