East Bengal: ইস্টবেঙ্গলের মেসি আজ কখন আসছেন? রইল লেটেস্ট আপডেট

আজ শহরে আসছেন ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন বিদেশি মেসি বাউলি (Messi Bauli)। বাকি মরসুমের জন্য ক্যামেরুনের জাতীয় দলের স্ট্রাইকারকে বুধবারই সই করিয়েছিল লাল-হলুদ। একদিন পর অর্থাৎ শুক্রবারই কলকাতায় এসে পৌঁছবেন তিনি। চেন্নাইয়েনের (Chennaiyin FC) বিরুদ্ধে ম্যাচ শনিবার। সেই ম্যাচে কি তিনি খেলবেন? 

Advertisement
ইস্টবেঙ্গলের মেসি আজ কখন আসছেন? রইল লেটেস্ট আপডেটমেসি বাউলি

আজ শহরে আসছেন ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন বিদেশি মেসি বাউলি (Messi Bauli)। বাকি মরসুমের জন্য ক্যামেরুনের জাতীয় দলের স্ট্রাইকারকে বুধবারই সই করিয়েছিল লাল-হলুদ। একদিন পর অর্থাৎ শুক্রবারই কলকাতায় এসে পৌঁছবেন তিনি। চেন্নাইয়েনের (Chennaiyin FC) বিরুদ্ধে ম্যাচ শনিবার। সেই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 

কখন আসছেন বিদেশি স্ট্রাইকার?
কলকাতায় নামছেন দুপুর আড়াইটের সময়। দলের অনুশীলনে মেসি বাউলি নেমে পড়বেন কিনা সেটা বলা যাচ্ছে না। তবে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট চাইছে, যত তাড়াতাড়ি সম্ভব মাঠে নামিয়ে তাঁকে একবার দেখে নিতে। তাহলে শনিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নামিয়ে দিতে চান কোচ অস্কার ব্রুজো। 

রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে মেসির
বৃহস্পতিবার মেসির রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছে। উদ্দেশ্য একটাই, শনিবারের ম্যাচে নামানো। এখন দেখার শেষমেশ মেসিকে নামানো সম্ভব হয় কিনা। হিজাজি মাহেরের মতোই ক্লেটন সিলভার বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। পিঠের চোটের সমস্যা মনে হয় না মরসুম শেষ হওয়ার আগে সারবে। তাই ক্লেটনকে ছেড়ে দিতে চাইছে ক্লাব ম্যানেজমেন্ট। 

আসলে এই ম্যাচ যে মরণ-বাঁচন ইস্টবেঙ্গলের কাছে। সেইজন্য লাল-হলুদ শিবির মরিয়া হয়ে উঠেছে সেই ম্যাচ জিততে। তাই মেসিকে খেলানোর চেষ্টা চালাচ্ছে তারা। যদি চেন্নাইয়িন ম্যাচ না জিততে পারে তাহলে সুপার সিক্সে খেলার সমস্ত আশা শেষ হয়ে যাবে। সেইজন্য ক্যামেরুনের প্রাক্তন জাতীয় স্ট্রাইকারকে খেলিয়ে দিয়ে চমক দেখাতে চায় ইস্টবেঙ্গল। এই ম্যাচটা কত গুরুত্বপূর্ণ তা বৃহস্পতিবারের প্র্যাকটিসে বোঝা গিয়েছে। অস্কার ব্রুজো, ফুটবলারদের বারবার নির্দেশ দিচ্ছিলেন বেশ কড়া সুরে। 

রিচার্ড নেই অনুশীলনে
রিচার্ড সেলিস যদিও বৃহস্পতিবার প্র্যাকটিসে আসেননি। চোটের কারণে বিশ্রাম নয়। তাই স্বস্তি ইস্টবেঙ্গল শিবিরে। স্রেফ একটা দিন বিশ্রামে রেখে শুক্রবার তরতাজা অবস্থায় মাঠে আনতে চান ব্রুজো। তবে সাউল ক্রেসপো যথারীতি প্র্যাকটিস করেছেন। আশা করা যায় তাঁর শনিবার মাঠে নামতে কোনও সমস্যা হবে না। তবে আনোয়ার আলির খেলার সম্ভাবনা নেই বললে চলে। গত ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচে বেশকিছু ফুটবলার ছিলেন না। তবুও দুরন্ত ফুটবল উপহার দিয়েছে লাল-হলুদ শিবির। সেদিন পোস্ট যদি বাধা হয়ে না দাঁড়াত তাহলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ত ইস্টবেঙ্গল। নতুন বিদেশি আসার পর আরও আশার সঞ্চার হয়েছে। এরপর সুপার কাপ আর এএফসি কাপও রয়েছে। ফলে দলকে শক্তিশালি করা খুবই জরুরী। 

Advertisement

POST A COMMENT
Advertisement