East Bengal: মাত্র ১ গোলে জয়, তবুও কোয়ার্টারফাইনালে স্বস্তিতে ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপের (Durand Cup 2025) দ্বিতীয় ম্যাচে নামধারী এফসিকে ১-০ গোলে হারিয়ে, কোয়ার্টার ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। পরিবর্ত হিসেবে মাঠে এসেই ইস্টবেঙ্গল জার্সিতে নিজের প্রথম গোল করে দলকে জিতিয়েছেন মরোক্কান ফরোয়ার্ড হামিদ আহদাদ।

Advertisement
মাত্র ১ গোলে জয়, তবুও কোয়ার্টারফাইনালে স্বস্তিতে ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল

ডুরান্ড কাপের (Durand Cup 2025) দ্বিতীয় ম্যাচে নামধারী এফসিকে ১-০ গোলে হারিয়ে, কোয়ার্টার ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। পরিবর্ত হিসেবে মাঠে এসেই ইস্টবেঙ্গল জার্সিতে নিজের প্রথম গোল করে দলকে জিতিয়েছেন মরোক্কান ফরোয়ার্ড হামিদ আহদাদ। 

একটা গোলে জিতেও খুশি ইস্টবেঙ্গল কোচ
তবে একটিমাত্র গোল এলেও লাল-হলুদ বাহিনী প্রচুর সুযোগ তৈরি করেছে গোটা ম্যাচে। তবে গোল আসেনি। বারবার বারে লেগে ফিরেছে বল। ফলে গোলের ব্যবধান বাড়েনি। তবে দলের পারফরম্যান্সে যথেষ্ট খুশি ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার বলেন, 'আমরা গোটা ম্যাচে যথেষ্ট আধিপত্য নিয়ে খেলেছি। তবে নামধারী নিজেদের রক্ষণকে যথেষ্ট শক্তিশালী রেখে খেলেছে। দ্বিতীয়ার্ধে আমি কয়েকটা পরিবর্তন করি। দল অনেক গোলের দুযোগ তৈরি করেছে তবে মাত্র একটাই গোল এসেছে। কিন্তু আমরা তিন পয়েন্ট পেয়েছি। তাতে আমি খুশি।'

কেমন খেললেন মিগুয়েল?
নামধারীর বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গল জার্সিতে অভিষেক হয়েছিল ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরার। প্রথম ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এর আগেও অস্কারের অধীনে খেলেছেন মিগুয়েল। ফলে নিজের পুরনো ছাত্রের পারফরম্যান্স নিয়ে অস্কার বলেন, 'মিগুয়েলের খেলায় আমি খুশি। পাশাপাশি আরও দুই নতুন বিদেশি কেভিন এবং হামিদও প্রথম ম্যাচে খুব ভাল খেলেছে। তবে এখনও পুরো ফিট নয় তাঁরা। যত ম্যাচ খেলবে তত তাঁরা ভাল জায়গায় গিয়ে পৌঁছাবে এবং দলের জন্য আগামী দিনে একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠবে।' 

ছন্দে মহম্মদ রশিদও
আক্রমণে অনেক সুযোগ তৈরি করলেও, মাত্র একটি গোল এসেছে ইস্টবেঙ্গলের। তবুও দলের পারফরম্যান্সে খুশি ইস্টবেঙ্গলের প্যালেস্তিনীয় মিডফিল্ডার মহম্মদ রশিদ। ম্যাচ শেষে তিনি বলেন, 'দল অনেক গোলের সুযোগ তৈরি করেছে। এটা একটা ভাল দিক। এটাই ফুটবল। যত দিন যাবে আমরা তত উন্নতি করব। এক গোলে জিতি বা পাঁচ গোলে, তিন পয়েন্ট এসেছে এটাই আসল।'

Advertisement

POST A COMMENT
Advertisement