আই লিগের ক্লাব রাজস্থান এফসির মার্তণ্ড রায়নাকে সই করালো লাল-হলুদ ব্রিগেড। রায়না মূলত স্টপার। গত আই লিগে ২১ টি ম্যাচ খেলেছেন এই তরুণ ডিফেন্ডার। ফুটবল হেড থংবই সিংটোর পরামর্শেই এই ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল। পাশাপাশি রক্ষণ পোক্ত করতে জাতীয় দলের দুই ডিফেন্ডারকে টার্গেট করেছে মশাল বাহিনী।
আই লিগে রাজস্থান ইউনাইটেডের হয়ে ২১টি ম্যাচ খেলেছেন মার্তণ্ড। ৪টি গোল করেছেন। আই লিগে যে ক'জন ডিফেন্ডার নজর কেড়েছেন, মার্তণ্ড তাঁদের মধ্যে অন্যতম। বেশ কয়েকটা ক্লাবের প্রস্তাব ছিল মার্তণ্ডের কাছে। তিনি বেছে নেন কলকাতার ক্লাবকে। শোনা যাচ্ছে প্রায় ২৫ লক্ষ টাকা ট্রান্সফার ফি দিয়ে মার্তণ্ডকে আনা হচ্ছে। এতদিন রাজস্থানের রক্ষণ সামলেছেন দীর্ঘ চেহারার ডিফেন্ডার। এবার ইস্টবেঙ্গলের রক্ষণ আগলাবেন তিনি।
এর আগে সৌভিক চক্রবর্তী ও পিভি বিষ্ণুর সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করেছিল ইস্টবেঙ্গল। আর এবার নতুন তারকাকে সই করলো তারা। রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডে রায়নাকে স্বাগত জানিয়ে ইমামি ইস্টবেঙ্গল এফসির ফুটবল প্রধান থাংবোই সিংটো বলেন, 'আমাদের দলে রায়না একজন গুরুত্বপূর্ণ সংযোজন, কারণ আমরা আমাদের প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং আসন্ন মরসুমের জন্য প্রতিযোগিতামূলক দল গড়ে তুলতে চাই। আই-লিগের সেরা প্রতিভাদের তুলে ধরা এবং তারা যাতে দীর্ঘ সময় ধরে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।'
ইমামি ইস্টবেঙ্গলে সই করে রোমাঞ্চিত রায়না বলেন, 'এত সমৃদ্ধ ঐতিহ্য এবং উৎসাহী সমর্থকদের ক্লাবে যোগ দিতে পেরে আমি সম্মানিত। বাংলার ফুটবলের সঙ্গে অপরিচিত নই, আমি আগে অ্যাডামাস ইউনাইটেডের প্রতিনিধিত্ব করেছি। এটি আমার জন্য একটি বিশাল সুযোগ কারণ আমি আমার পারফর্মেন্সের মাধ্যমে ইস্টবেঙ্গলের সাফল্যে অবদান রাখতে এবং সমর্থকদের গর্বিত করতে উন্মুখ।'
২৪ বছর বয়সী এই খেলোয়াড় সম্পর্কে বলতে গিয়ে ব্রুজো বলেন, "গত মরসুমে রায়না আই-লিগে সবচেয়ে কার্যকর এবং ধারাবাহিক পারফর্মারদের মধ্যে একজন। আমাদের ডিফেন্স শক্তিশালী করতে এবং প্রাথমিক একাদশে জায়গা পাওয়ার জন্য প্রতিযোগিতা তীব্র করার জন্য আমরা তাকে সই করিয়েছি।'