scorecardresearch
 

East Bengal: চোট সারিয়ে প্র্যাক্টিসে সল, লালচুংনুঙ্গার জায়গায় চেন্নাইয়েন ম্যাচে ইস্টবেঙ্গল দলে কে?

চলতি সপ্তাহের প্রথম দু'দিন দলের সঙ্গে অনুশীলন করেননি ইস্টবেঙ্গলের (East Bengal) স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো (Saul Crespo)। শোনা গিয়েছিল, কাফ মাসলে হালকা চোট রয়েছে তাঁর। কিন্তু এমআরআই করে দেখা গিয়েছে, চোট তেমন গুরুতর নয়। বুধবার থেকেই দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে নেমে পড়লেন সল। 

Advertisement
ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল

চলতি সপ্তাহের প্রথম দু'দিন দলের সঙ্গে অনুশীলন করেননি ইস্টবেঙ্গলের (East Bengal) স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো (Saul Crespo)। শোনা গিয়েছিল, কাফ মাসলে হালকা চোট রয়েছে তাঁর। কিন্তু এমআরআই করে দেখা গিয়েছে, চোট তেমন গুরুতর নয়। বুধবার থেকেই দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে নেমে পড়লেন সল। 

যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে, মূলত দু'দলে ভাগ করিয়ে বেশ কিছুক্ষণ ম্যাচ খেলালেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। সল পুরো সময় ম্যাচ খেললেন। কার্ড সমস্যার জন্য চেন্নাইন ম্যাচে নেই লালচুংনুঙ্গা। তাঁর জায়গায় খেলবেন প্রভাত লাকড়া। অন্যদিকে দীর্ঘদিন চোটের আওতায় থেকে সুস্থ হচ্ছিলেন নিশু কুমার। কিন্তু মাঠে ফেরার আগেই পুরনো জায়গায় নতুন করে চোট পেয়েছেন নিশু। আপাতত অনুশীলন করতে পারছেন না। কার্ড সমস্যা কাটিয়ে এই ম্যাচে খেলতে পারবেন নন্দকুমার এবং মহেশ। তবে গত ম্যাচের উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারেন অস্কার। বিষয়টি আরও পরিষ্কার হবে আগামী দু'দিনে।

মহমেডান ম্যাচে ড্র করার পর, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গল দলকে অনেকটাই স্বস্তি দিয়েছে। এবার বাকি সমস্ত ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবতে চাইছে না অস্কারের দল। শুরুটা খারাপ হলেও, তাদের লক্ষ প্লে অফ। আর সেটা করতেই পরপর ম্যাচ জিততে হবে লাল-হলুদকে। তাই শুধু চেন্নাইয়েন নয়, ওড়িশা, পঞ্জাব ও জামশেদপুরকেও হারাতে হবে তাদের। 

আরও পড়ুন

শুক্রবার সকালে অনুশীলন করে চেন্নাই উড়ে যাবে ইস্টবেঙ্গল। এরমধ্যেই চোটের জন্য রয় কৃষ্ণা গোটা মরশুমের জন্য ছিটকে যাওয়ায়, ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভাকে পেতে প্রাথমিক আগ্রহ দেখিয়েছে ওড়িশা এফসি। ক্লেইটনের পারফরমেন্সের জন্য তাঁকে এমনিতেই ছাড়তে চাইছিল ইস্টবেঙ্গল। ওড়িশায় ক্লেইটনকে লোনে পাঠাতে পারলে, আর্থিক বোঝা কিছুটা কমবে লাল-হলুদের। জানুয়ারি উইন্ডোতে নতুন বিদেশি আনতে টাকা খরচ করতে পারবে তারা।

Advertisement

গত মরসুমের মতো, এ মরসুমেও সর্বোচ্চ গোলদাতা হবেন তিনিই এমনতাই দাবি ইস্টবেঙ্গলের গোল মেশিন দিমিত্রিয়াস ডিমানটাকোসের।  

Advertisement