East Bengal: রশিদ-হামিদকে নিয়ে চিন্তা ইস্টবেঙ্গলের, সেমিফাইনালে নামবেন ২ তারকা?

রবিবার সন্ধ্যায় চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant) কলকাতা ডার্বিতে (Kolkata Derby) হারিয়ে ডুরান্ড কাপের (Durand Cup 2025) সেমিফাইনালে নামা নিশ্চিত করেছে অস্কার ব্রুজোর (oscar Bruzon) ইমামি ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। আগামী বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের প্রতিপক্ষ কলকাতারই আরেক দল ডায়মন্ড হারবার এফসি।

Advertisement
রশিদ-হামিদকে নিয়ে চিন্তা ইস্টবেঙ্গলের, সেমিফাইনালে নামবেন ২ তারকা?রশিদ ও হামিদ

রবিবার সন্ধ্যায় চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant) কলকাতা ডার্বিতে (Kolkata Derby) হারিয়ে ডুরান্ড কাপের (Durand Cup 2025) সেমিফাইনালে নামা নিশ্চিত করেছে অস্কার ব্রুজোর (oscar Bruzon) ইমামি ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। আগামী বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের প্রতিপক্ষ কলকাতারই আরেক দল ডায়মন্ড হারবার এফসি।

এই ম্যাচের আগে কিছুটা চাপে ইস্টবেঙ্গল। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের মাত্র ১৬ মিনিটের মাথায় পায়ে চোটের কারণে মাঠ ছাড়েন নবাগত বিদেশি ফরওয়ার্ড হামিদ আহদাদ। যদিও তাঁর জায়গায় নেমে জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন দিমিত্রিয়স দিমানতাকোস। তারপরেও সমর্থকদের আশঙ্কা ছিল, হামিদের চোট ঠিক কতটা গুরুতর। সোমবার সকালেই হামিদের চোটের জায়গায় এমআরআই হয়। সূত্র মারফত জানা যাচ্ছে রিপোর্টে আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি। তবে তিনি কবে মাঠে ফিরবেন, তা মঙ্গলবারই সম্ভবত বোঝা যাবে। অন্যদিকে পিতৃ বিয়োগের কারণে ডার্বির আগেই দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন ইস্টবেঙ্গল মিডফিল্ডের অন্যতম বড় ভরসা মহম্মদ রশিদ। সোমবার তাঁর বাবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। তারপরেই ডুরান্ড সেমিফাইনালের জন্য রশিদকে যুদ্ধকালীন তৎপরতায় কলকাতায় আনার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি এলেও, খেলবেন কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অস্কার।

অন্যদিকে সেমিফাইনালের আগেও জয় গুপ্তর রেজিস্ট্রেশন করানো হয়নি। তাই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে তাঁর খেলার কোন সম্ভাবনা নেই। পাশাপাশি কয়েকদিন আগেই রে স্পোর্টজের তরফ থেকে জানানো হয়েছিল বেঙ্গালুরু এফসি রাইট ব্যাক নিখিল পূজারীর সঙ্গে কথা বলছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। সূত্র মারফত জানা যাচ্ছে, সেই কথা অনেকটাই এগিয়েছে। এখন দেখার এই লাল-হলুদ প্রাক্তনীর ঘরে ফেরা হয় কিনা।

গ্রুপ পর্যায়ে মোহনবাগানের কাছে লজ্জাজনক হারের মুখোমুখি হয়েছিল কিন্তু ভিকুনার দল। যদিও তারপরে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ডায়মন্ড হারবার। তাই ম্যাচটা যে একেবারেই সহজ হবে না তা ভাল মতই জানেন অস্কার। আর এই সেমিফাইনালে নামার আগে, লাল-হলুদ সমর্থকদের জন্য আশা এবং আশঙ্কার দুই খবরই রয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement