East Bengal: সল-রাকিপ ফিরলেও দুশ্চিন্তায় ইস্টবেঙ্গল, কেন?

চেন্নাইয়ন এফসি ম্যাচের আগে কিছুটা স্বস্তিতে ইস্টবেঙ্গল (East Bengal)। চোট পাওয়ার প্রায় দু'মাস পরে মঙ্গলবার দলের সঙ্গে বল পায়ে অনুশীলন শুরু করলেন সল ক্রেসপো (Saul Creaspo) এবং মহম্মদ রাকিপ (Mohammed Rakip)। অনুশীলনে দু'দিন ছুটি থাকার পরে, এদিন যুবভারতীতে প্রধানত বল পায়ে ফুটবলারদের হালকা অনুশীলনই করালেন হেড কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। সেখানেই বেশ কিছুক্ষণ বল পায়ে অনুশীলন করতে দেখা গেল সলকে। যদিও তারপরে আবার বেশ কিছুক্ষণ ফিজিওর তত্ত্বাবধানে সময় কাটালেন তিনি।

Advertisement
সল-রাকিপ ফিরলেও দুশ্চিন্তায় ইস্টবেঙ্গল, কেন?সল ক্রেসপো ও মহম্মদ রাকিপ

চেন্নাইয়ন এফসি ম্যাচের আগে কিছুটা স্বস্তিতে ইস্টবেঙ্গল (East Bengal)। চোট পাওয়ার প্রায় দু'মাস পরে মঙ্গলবার দলের সঙ্গে বল পায়ে অনুশীলন শুরু করলেন সল ক্রেসপো (Saul Creaspo) এবং মহম্মদ রাকিপ (Mohammed Rakip)। অনুশীলনে দু'দিন ছুটি থাকার পরে, এদিন যুবভারতীতে প্রধানত বল পায়ে ফুটবলারদের হালকা অনুশীলনই করালেন হেড কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। সেখানেই বেশ কিছুক্ষণ বল পায়ে অনুশীলন করতে দেখা গেল সলকে। যদিও তারপরে আবার বেশ কিছুক্ষণ ফিজিওর তত্ত্বাবধানে সময় কাটালেন তিনি।

মঠে নামার ব্যাপারে আশাবাদী সল
মঙ্গলবার অনুশীলন শেষে সতীর্থ হেক্টর ইউস্তের সঙ্গে মাঠ ছাড়ার সময় সউল জানিয়ে গেলেন, 'চেন্নাইয়ন ম্যাচের তিনদিন সময় রয়েছে। আশা করি পরিবর্ত হিসেবে ঐদিন মাঠে নামতে পারব। আর কেউই চোট নিয়ে বাইরে বসে থাকতে চায় না, তাই আমিও মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। অনেকদিন পরে বল পায়ে অনুশীলন করতে পেরে ভালো লাগছে।' সল খেলতে পারলে দলের মিডফিল্ড আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

সুস্থ হচ্ছেন আনোয়ারও 
অন্যদিকে দীর্ঘদিন পরে মাঠে ফিরে রিহ্যাব শুরু করলেন আনোয়ার আলি। সূত্র মারফত জানা যাচ্ছে ঘনিষ্ঠ মহলে আনোয়ার বলেছেন, চেন্নাইয়ন ম্যাচে তিনি হয়তো বেঞ্চে থাকবেন। তবে মহমেডান ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন।

ক্লেইটনকে নিয়ে চিন্তা
এদিকে মঙ্গলবার বাকি ফুটবলারদের সঙ্গে মাঠে এলেও কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে চলে যান ক্লেইটন সিলভা। কয়েকদিন আগেই জানা গিয়েছিল কুঁচকির চোটের কারণে, বাকি মরশুমে আর মাঠে নামতে পারবেন না ক্লেইটন। তারপরেও শুধুমাত্র দায়বদ্ধতার কারণে একটা শেষ চেষ্টা করছেন তিনি। সেই কারণেই গত শনিবার চোটের জায়গায় একটি ইনজেকশন নিয়েছেন ক্লেইটন। সূত্রের খবর, তাতে খুব একটা লাভ হয়নি। পুরোপুরি ঠিক হতে তাঁকে অস্ত্রোপচার করাতেই হবে। সেক্ষেত্রে অন্তত দুই থেকে আড়াই মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তাই তিনি চেষ্টা করলেও দ্রুত মাঠে ফেরা খুবই কঠিন।

Advertisement

POST A COMMENT
Advertisement