ক্লেইটন সিলভামার্চের শুরুতে পাঁচ পাঁচটা ম্যাচ। ইস্টবেঙ্গলকে (East Bengal) ১৫ দিনের মধ্যে পাঁচটি কঠিন ম্যাচ খেলতে হবে। তার মধ্যে আবার রয়েছে দু'টি আন্তর্জাতিক ম্যাচ। ৫ এবং ১২ মার্চ এফকে আকাদাগের (FK Arkadag) বিরুদ্ধে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে হবে অস্কার ব্রুজোর দলকে। বারবার আবেদন করেও আইএসএলের (ISL) ম্যাচগুলি দিন পাল্টায়নি এফএসডিএল (FSDL)।
হালকা অনুশীলন করল লাল-হলুদ
কেন বিশ্ব ক্রমপর্যায়ে ভারতের স্থান ১২৬ নম্বরে তা এই ধরনের সিদ্ধান্তেই বোঝা যায়। তাই খানিকটা বাধ্য হয়েই ফুটবলাররা যাতে অতিরিক্ত ক্লান্ত হয়ে না পড়েন, শুক্রবার তাঁদের ঘড়ি ধরে ৫০ মিনিট অনুশীলন করিয়ে ছুটি দিলেন অস্কার। দু'দিন পরেই রবিবার বেঙ্গালুরু এফসি ম্যাচ। আইএসএলে প্রথম ছয়ে পৌঁছনোর লক্ষ্যে এগোতে এই ম্যাচটাও কার্যত ফাইনাল ইস্টবেঙ্গলের কাছে।
অনুশীলনে ক্লেইটন
তাই তার আগে এদিন হায়দরাবাদ ম্যাচের প্রথম একাদশের ফুটবলাররা শুধুমাত্র হালকা দৌড়ালেন। এদিন অনুশীলনে যোগ দিয়েছেন বিষ্ণু পিভি এবং নন্দকুমার। তবে সকলকে অবাক করে শুক্রবার বল পায়ে অনুশীলন শুরু করলেন ক্লেইটন সিলভা। এদিন প্রধানত রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের মধ্যে ছোট জায়গায় পাসিংয়ের অনুশীলন করান অস্কার। সেখানে ক্লেইটনের অনুশীলন দেখে বোঝাই যাচ্ছে ম্যানেজমেন্টের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এই ব্রাজিলীয় ফুটবলারকে যাতে এএফসি চ্যালেঞ্জ লিগে নামানো যায়।
যদিও অনুশীলনে কিছুক্ষণ পরে যখন হার্ড ট্রেনিং শুরু হয়, তখন বিষ্ণু এবং ক্লেইটন দুজনেই সাইড লাইনের পাশে চলে আসেন। সেখানে ফিজিওর তত্ত্বাবধানে দৌড়াতে দেখা যায় এই দুই ফুটবলারকে। বেঙ্গালুরু ম্যাচে পরে নামতে পারেন বিষ্ণু। পাশাপাশি বেঙ্গালুরু ম্যাচে আক্রমণ ভাগে পরিবর্তন আনতে পারেন অস্কার।
এখনও প্লে অফের আশা ছাড়তে নারাজ ইস্টবেঙ্গল কোচ। বেঙ্গালুরু ম্যাচ জিততে পারলে অনেকটাই ভাল জায়গায় থাকতে পারবে লাল-হলুদ। আর সে দিকেই এবার নজর ইস্টবেঙ্গল সমর্থকদের।