East Bengal: ইস্টবেঙ্গলের স্প্যানিশ স্ট্রাইকারকে নিয়ে জটিলতা, কবে আসছেন ইউসেফ?

আর মাত্র সপ্তাহ দুয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে এই মরশুমের বহু প্রতিক্ষিত ইন্ডিয়ান সুপার লিগ। তার আগে চার দিনের ছুটি কাটিয়ে ফের একবার অনুশীলনে নেমে পড়ল ইস্টবেঙ্গল। তবে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ইউসেফ এজ্জেজ্জারির কলকাতায় আসা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। কবে তিনি দলে যোগ দেবেন?

Advertisement
ইস্টবেঙ্গলের স্প্যানিশ স্ট্রাইকারকে নিয়ে জটিলতা, কবে আসছেন ইউসেফ?East Bengal

আর মাত্র সপ্তাহ দুয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে এই মরশুমের বহু প্রতিক্ষিত ইন্ডিয়ান সুপার লিগ। তার আগে চার দিনের ছুটি কাটিয়ে ফের একবার অনুশীলনে নেমে পড়ল ইস্টবেঙ্গল। তবে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ইউসেফ এজ্জেজ্জারির কলকাতায় আসা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। কবে তিনি দলে যোগ দেবেন?

কেন সমস্যা?
তাঁর কাগজের সমস্যার কারণে শুক্রবার ফের একবার ভিসার আবেদন করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শেষদিকে কলকাতায় আসতে পরেন তিনি। তবে এবারে শুধু অনুশীলন নয়, অন্তত দুটি অথবা তিনটি দলের বিরুদ্ধেও প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। তার মধ্যে প্রথম ম্যাচটি সম্ভবত অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ হতে পারে গোকুলাম কেরালা অথবা শ্রীনিধি ডেকান এফসি। 

প্রস্ততি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল
এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, শুধুমাত্র কলকাতা ডার্বি ছাড়া নিজেদের বাকি সমস্ত হোম ম্যাচ কিশোর ভারতীতে খেলবে ইস্টবেঙ্গল। এছাড়া খসড়া সূচি অনুযায়ী মহমেডানের বিরুদ্ধে ম্যাচ ইস্টবেঙ্গলের জামশেদপুরে গিয়েই খেলার কথা। তবে সূত্র মারফত জানা যাচ্ছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের তরফ থেকে এই ব্যাপারে মহমেডানের সঙ্গে যোগাযোগ করা হবে। লাল-হলুদ ম্যানেজমেন্ট এই ম্যাচটি যুবভারতীতে খেলতে চাইছে। 

কলকাতা ডার্বি কোথায় অনুষ্ঠিত হবে?
শুধু তাই নয়, এই মিনি ডার্বিতে যা খরচ হবে তাও তারাই বহন করবে। পাশাপাশি কলকাতা ডার্বি যাতে যৌথভাবে আয়োজন করা যায় সেই ব্যাপারে ইমামি কর্তৃপক্ষ বাগান ম্যানেজমেন্টের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছে। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয় এখন সেটাই দেখার বিষয়। অন্যদিকে এদিন ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন নতুন ভারতীয় ফুটবলার জেরি মাউইয়া। তবে সূত্র মারফত জানা যাচ্ছে তাঁর ফিটনেস খুব একটা ভাল জায়গায় নেই। ফলে তাঁকে নিয়ে অনেকটা খাটতে হবে টিম ম্যানেজমেন্টকে। সময় কম, ফলে চাপ বাড়তে পারে দলের উপর। অস্কার ব্রুজো কীভাবে এই সমস্যা সমাধান করেন সেটাই দেখার।     

Advertisement

POST A COMMENT
Advertisement